সন্দেশখালি (Sandeshkhali) বিতর্কে নতুন করে বড় মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমান সময়ে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই সন্দেশখালি। ৪৫ দিন ধরে পলাতক তৃণমূলের শেখ শাহজাহান।
অন্যদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালিতে মহিলাদের পার্টি অফিসে ডেকে এনে হেনস্থা, যৌন হয়রানি, এই সকল অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে রয়েছে সমগ্র বাংলা। কেন শেখ শাহজাহানকে খুঁজে বের করতে সরকার কিছু করছে না, তা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিরোধীরাম এদিকে আজ হটস্পট হয়ে থাকা সন্দেশখালিতে হাজির হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।
অন্যদিকে আজ অনুব্রত গড় হিসেবে পরিচিত বীরভূমে দাঁড়িয়ে সন্দেশখালি নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘আমি বলতে চাই, আমি অফিসারদের পাঠাচ্ছি, যাঁদের অভিযোগ রয়েছে, দয়া করে কথা বলুন। যদি আপনার কাছ থেকে কিছু কেড়ে নেওয়া হয় তবে সবকিছু ফিরিয়ে দেওয়া হবে। কোনও মহিলা এফআইআর দায়ের করেননি। আমি পুলিশকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করতে বলেছি। আমাদের ব্লক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে, ভাঙরে আমাদের দলের নেতা আরাবুলকেও গ্রেফতার করা হয়েছে। এমন মামলায় কতজন বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে? আমি কি ‘গদ্দার’দের গ্রেফতার করতে পারি না?’
আজ সিউড়িতে এক প্রশাসনিক সভায় মমতা বলেন, ‘সন্দেশখালিকে পরিকল্পনামাফিক অশান্ত করা হয়েছে। বাংলায় জট পাকানোর চেষ্টা চলছে। একটা ঘটনা ঘটেছে। ঘটানো হয়েছে। প্রথমে ইডি গিয়ে অশান্তি শুরু করেছে। তার পর তার বন্ধু বিজেপি ঢুকেছে। তার পর সংবাদমাধ্যম। শান্তির পরিবর্তে আগুন জ্বালানো হয়েছে। সন্দেশখালিতে কেউ কেউ তিলকে তাল করছেন। কোনও মহিলা এখনও এফআইআর করেননি। আইন আইনের পথে চলুক। বিচারের আগে অনেকে অনেক কথা বলছে। আমি পুলিশকে বলেছি স্বতঃপ্রণোদিত মামলা করতে।’