Mamata Banerjee: বাংলাদেশ সীমান্তের কোচবিহার থেকে মমতার দাবি, বিএসএফ অত্যাচার করছে

সোমবার কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসএফ-র তরফে কোনও পরিচয়পত্র দেওয়া হলে, তা নিতে বারণ করলেন। তিনি বলেন যে, ওই পরিচয়পত্র…

Mamata Banerjee: বাংলাদেশ সীমান্তের কোচবিহার থেকে মমতার দাবি, বিএসএফ অত্যাচার করছে

সোমবার কোচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিএসএফ-র তরফে কোনও পরিচয়পত্র দেওয়া হলে, তা নিতে বারণ করলেন। তিনি বলেন যে, ওই পরিচয়পত্র নিলে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র আওতায় পড়ে যেতে হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী বিএসএফের অন্যায় কাজের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করার কথাও বলেছেন।

বিএসএফ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘গ্রামেগঞ্জে বিএসএফ ঢুকে আত্যাচার করলে সঙ্গে সঙ্গে এফআইআর করুন। বিপদে প়ড়লে আমি আছি, বাঘের বাচ্চার মতো আছি।’’ তিনি আরও বলেন, ‘‘বিএসএফ ঢুকে আলাদা করে আইডেন্টিটি কার্ড (পরিচয়পত্র) দিতে চাইছে। ওই কার্ড একদম নেবেন না। ওই কার্ড নিলে এনআরসিতে পড়ে যাবেন। আর এনআরসি-র বিরুদ্ধে লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো সকলেই নাগরিক।’’

Advertisements

২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলখুচিতে ভোটগ্রহণের দিন বিএসএফের গুলিতে কয়েক জনের মৃত্যু প্রসঙ্গে মমতা প্রশ্ন করেন, ‘‘শীতলখুচির ঘটনায় জামিন পেয়ে গেল? আমার আপত্তি আছে। খুনি যদি জামিন পেয়ে যায় তা হলে কী হবে? তা হলে তো যে কেউ খুন করে জামিন পেয়ে যাবে। মনে আছে শীতলখুচির ঘটনা? ভুলে যাননি তো? চারটে ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল। ওরা যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়। যেন জমিদারি পেয়ে গিয়েছে। আমি মুখ্যসচিব, ডিএম, এসপি-কে বলব নজর রাখতে।’’