‘আর মাত্র সাত-আটদিন…’, মোদীকে নিয়ে বিরাট মন্তব্য মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিরাট মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerejee)। আজ, মঙ্গলবার বেহালার সভা থেকে তৃণমূল সুপ্রিমো (Mamata Banerejee) দাবি করেন, আর মাত্র…

mamata-banerjee-writes-to-pm-modi-abolish-neet-revert-to-old-system

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিরাট মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerejee)। আজ, মঙ্গলবার বেহালার সভা থেকে তৃণমূল সুপ্রিমো (Mamata Banerejee) দাবি করেন, আর মাত্র সাত-আটদিন প্রধানমন্ত্রী থাকবেন নরেন্দ্র মোদী। তারপরেই কেন্দ্রের সরকার পরিবর্তন হবে। ক্ষমতায় আসবে বিরোধী দলগুলির নেতৃত্বাধীন ইন্ডি জোট।

বেহালার সভা থেকে মমতা বলেন, আর সাত-আটদিন প্রধানমন্ত্রী বলতে পারবেন। তার পর আর থাকবেন না। উনি বলেছেন, দিল্লি থেকে বসে সাইক্লোনের দিকে নজর রেখেছেন। এত মিথ্যা বলা শোভা পায়? এনডিআরএফ ইস্যুতে মোদীকে নিশানা করে মমতা বলেন, এনডিআরএফ দেখাচ্ছে। ওদেরকে তো টাকা দিতে হয়।

   

রেলমন্ত্রী থাকাকালীন তিনিই এনডিআরএফ নিয়ে রাজ্যগুলির সঙ্গে চুক্তি করিয়েছিলেন বলে জানান মমতা।

টেলিপ্রম্পটার ইস্যুতেও মোদীকে একহান নেন তৃণমূল সুপ্রিমো। মমতার কথায়, একজন প্রধানমন্ত্রীকে টেলিপ্রম্পটারের মাধ্যমে বক্তৃতা করতে হয়। আমি নিজে দেখেছি ওনাকে টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা দিতে। শেখ হাসিনার সঙ্গে উনি ছিলেন। টেলিপ্রম্পটার লাগানো, সেখান থেকে পড়ছেন।

ব্যারিকেড টপকে সোজা মমতার সামনে হাজির মহিলা! কী করলেন মুখ্যমন্ত্রী?

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় পোডিয়ামের পাশে বেশির ভাগ সময় টেলিপ্রম্পটার রাখা থাকে। এই টেলিপ্রম্পটার নিয়ে আগেও আলোচনা হয়েছে সংবাদমাধ্যমে। এছাড়া কোনও রাজ্যে সভা করতে গেলে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রাজ্যের স্থানীয় ভাষায় বেশ কয়েকটি বাক্য বলে থাকেন।

টেলিপ্রম্পটার নিয়ে এর আগেও মোদীকে আক্রমণ করেছেন মমতা। তিনি বলেছিলেন, টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা করার প্রয়োজন পড়ে না আমার। গুজরাতি হরফে বাংলা লিখে টেলিপ্রম্পটার দেখে বললেই বাঙালি হওয়া যায় না। আমি অন্তত ১৫টি ভাষা জানি। আমি হিন্দি জানি, আমি উর্দু জানি, আমি গোর্খা জানি, আমি নেপালি জানি। তাই বলে এটা নিয়ে আমি কখনও গর্ব করি না।

বিদ্যুতের বিল শূন্য করে দেব, বিরাট প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর