Bolpur School: নবম শ্রেণির ছাত্রীকে বাথরুমে নিয়ে গিয়ে ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ, উত্তপ্ত বিদ্যালয় চত্বর

বোলপুর: সোমবার থেকেই চরম উত্তেজনার ছবি বোলপুর বালিকা বিদ্যালয়ে (Bolpur School)। অভিযোগ, গত শুক্রবার স্কুলের মধ্যেই নবম শ্রেণির এক ছাত্রীকে চোখ বেঁধে বাথরুমে নিয়ে গিয়ে…

bankura-hs-student-suicide-before-exam

বোলপুর: সোমবার থেকেই চরম উত্তেজনার ছবি বোলপুর বালিকা বিদ্যালয়ে (Bolpur School)। অভিযোগ, গত শুক্রবার স্কুলের মধ্যেই নবম শ্রেণির এক ছাত্রীকে চোখ বেঁধে বাথরুমে নিয়ে গিয়ে ব্লেড দিয়ে কেটে দেওয়া হয়। অভিযুক্ত, স্কুলেরই কয়েকজন সিনিয়র ছাত্রী। চরম নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সোমবার সকাল থেকে ছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে। স্কুলের বাইরেও অভিভাবকদের ভিড় জমে যায়। চারদিক থেকে উঠতে থাকে “We Want Justice” স্লোগান।

Advertisements

ঘটনার সূত্রপাত গত সপ্তাহের শেষ দিকে। অভিযোগ, স্কুল (Bolpur School) চলাকালীন সময়ে নবম শ্রেণির এক ছাত্রীকে হঠাৎ চোখ বেঁধে বাথরুমে নিয়ে যায় কয়েকজন অজ্ঞাত ছাত্রী। এরপর বাথরুমের ভিতরে তাঁর হাত ও পায়ে ব্লেড দিয়ে আঘাত করা হয়। স্কুল শেষ হতেই রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

এক সহপাঠী ছাত্রী জানায়, “ওকে বাথরুমে নিয়ে গিয়ে হাত-পা কেটে দেওয়া হয়েছে! আমরা এখনও আতঙ্কে রয়েছি। অথচ স্কুল (Bolpur School) কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। কেন?” আরেক ছাত্রী বলেন, “স্কুল থেকে আমাদের কিছু সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। কিন্তু তাতে শুধু স্কুলের বাগানের দিকটাই দেখা যাচ্ছে। মূল ঘটনার কোনও চিহ্নই নেই তাতে।”

সোমবার স্কুল (Bolpur School) খোলার পরই ক্ষোভে ফেটে পড়ে ছাত্রীরা। ক্লাস বয়কট করে তারা বিক্ষোভে শামিল হয়। একই সঙ্গে অভিভাবকরাও স্কুলে এসে জমায়েত করেন এবং প্রশ্ন তোলেন—”স্কুলে এভাবে কীভাবে ছাত্রীরা নিগৃহীত হচ্ছে? নিরাপত্তা কোথায়? শিক্ষক-শিক্ষিকারা কি দায় নিতে চান না?”

অভিভাবকদের দাবি, অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। অনেকেই প্রশ্ন তোলেন, সিসিটিভি থাকলেও কেন সেই ফুটেজে মূল ঘটনা ধরা পড়ল না? স্কুলের অভ্যন্তরেই এমন একটি নক্কারজনক ঘটনা কীভাবে ঘটল?

ঘটনার জেরে স্কুলে (Bolpur School) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠেছে। ছাত্রীরা আতঙ্কে স্কুলে আসা বন্ধ করার কথাও বলছে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের তরফে যদিও এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। স্কুল কর্তৃপক্ষও কোনও মন্তব্য করতে রাজি হননি।

তবে বিক্ষোভে থাকা এক অভিভাবক বলেন, “আমরা আমাদের মেয়েদের নিরাপদ পরিবেশে পড়াতে পাঠাই। যদি স্কুলের (Bolpur School) মধ্যেই এভাবে বাথরুমে গিয়ে হামলা হয়, তাহলে কোথায় নিরাপত্তা? আমরা দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা চাই।”

শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে ছাত্রীরা নিরাপত্তা পাবে, সেই জায়গাতেই যদি এভাবে অত্যাচারিত হতে হয়, তবে তা সমগ্র শিক্ষা ব্যবস্থার প্রশ্নচিহ্ন তুলে দেয়। প্রশাসনের উচিত অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।