ভাঙড়ে মুড়িমুড়কির মতো বোমা পড়ছে

আইএসএফ এর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মেলার মাঠ। মঙ্গলবার সকালে ভাঙড়ের বিডিও অফিসের সামনে আইএসএফ এবং তৃণমূলের…

ভাঙড়ে মুড়িমুড়কির মতো বোমা পড়ছে

আইএসএফ এর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের মেলার মাঠ। মঙ্গলবার সকালে ভাঙড়ের বিডিও অফিসের সামনে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ। এলাকায় গুলি চালানো এবং মুড়িমুড়কির মতো বোমাবাজির অভিযোগ।

উত্তপ্ত ভাঙড়। মুড়িমুড়কির মত পড়ছে বোমা, আহত অনেক। উত্তপ্ত ভাঙ্গর। মুড়িমুড়কির মত বোমা পড়ার খবর পাওয়া যাচ্ছে। আইএসএফ-এর এক কর্মীকে  গুলি করার অভিযোগ তৃণমূল-আশ্রিত দুস্কৃতীদের দিকে। পরিস্থিতি ভয়াবহ। পিছু হটতে হচ্ছে পুলিশকে। ১৪৪ ধারাকে উপাক্ষা করেই চলছে সংঘর্ষ। র‌্যাফ রয়েছে। কাশিপুর থানার আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে। এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি।

পুলিশকে লক্ষ্য করে বোমা ছোডা হচ্ছে। বিডিও অফিসের এক কিলোমিটারের দূরত্বে মুড়িমুড়কির মতো বোমা পড়ছে। সংবাদমাধ্যমের দিকেও বোমা ছোঁড়া হচ্ছে বলে অভিযোগ। অন্তত ১০০ টা মতো বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। 

Advertisements

মঙ্গলবারেও উত্তপ্ত ভাঙড়। মনোনয়ন নিয়ে তুমুল উত্তেজনা ভাঙড়-২ ব্লকে। তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা না দিতে পারার অভিযোগে কেঁদে ভাসালেন এক আইএসএফ কর্মী।

তাঁর অভিযোগ, তৃণমূলের লোকেরা গুলি চালাচ্ছে। প্রার্থীকে মনোনয়ন দিতে দেয়নি। বিডিও অফিসের সামনে থেকে বোমার আওয়াজ শোনা যাচ্ছে বলেও অভিযোগ।