ভোটের আগে রণক্ষেত্র নন্দীগ্রাম, গাছ ফেলে পথ অবরোধ-আগুন, অ্যাকশন ব়্যাফ-পুলিশের

ভোটের আগে অশান্ত নন্দীগ্রাম। জ্বলল আগুন, রাস্তায় রাস্তায় গেছের গুড়ি ফেলে প্রতিবাদ! ফের যেন পুরনো ছন্দে জমি আন্দোলনের ভূমি নন্দীগ্রাম। বুধবার গভীর রাতে বিজেপির মহিলা…

ভোটের আগে অশান্ত নন্দীগ্রাম। জ্বলল আগুন, রাস্তায় রাস্তায় গেছের গুড়ি ফেলে প্রতিবাদ! ফের যেন পুরনো ছন্দে জমি আন্দোলনের ভূমি নন্দীগ্রাম।

বুধবার গভীর রাতে বিজেপির মহিলা কর্মীকে খুনের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। বৃহস্পতিবার সেই উত্তাপ আরও মাথাচাড়া দেয়। অভিযোগ, সোনাচূড়ায় রাতপ্রহরা দেওয়ার সময় রথীবালা আড়ি নামে এক মহিলা বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। জানা গিয়েছে, ছেলেকে মারধর করা হচ্ছে দেখে ঝাঁপিয়ে পড়েন মা রথীবালা। তখনই ধারাল অস্ত্রের কোপ দেওয়া হয় ওই মহিলাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রথীবালার। তাঁর ছেলেও আসঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

   

‘ভাইপো’-র উস্কানিতেই BJP সমর্থক খুন! জ্বলছে নন্দীগ্রাম

এই ঘটনা ঘিরেই ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম। সকালে একের পর এক দোকানে আগুন লাগানো হয়। আসবাবপত্রের দোকান থেকে আসবাব রাস্তায় নামিয়ে তাতে আগুন দেওয়া ধরানো হয় বলেও অভিযোগ। সোনাচূড়ার মনসাপুকুর বাজারে রাস্তা অবরোধ করা হয় গাছ ফেলে। বিক্ষোভকারীরা বিজেপির কর্মী, সমর্থক বলে পুলিশের দাবি।

পুলিশ বিজেপির নেতা, কর্মীদের অবরোধ তুলে নিতে একাধিকবার আবেদন করলেও লাভ হয়নি। শেষ পর্যন্ত, উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিশাল পুলিশ বাহিনী লাঠিচার্জ করে। বেশ কয়েকজনকে আটক করা হয়।