ক্যারম খেলাকে কেন্দ্র করে বসিরহাটে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে, আহত ১২ জন

উপনির্বাচনের পর ফের উত্তপ্ত বসিরহাট (Basirhat)। ক্যারাম খেলাকে কেন্দ্র করে আইএসএফ (ISF) তৃণমূল (TMC) সংঘর্ষ (Clash)। ঘটনায় মহিলা সহ ১২ জন আহত (Injured)। সংঘর্ষের ঘটনার…

ISF TMC Clash Basirhat

উপনির্বাচনের পর ফের উত্তপ্ত বসিরহাট (Basirhat)। ক্যারাম খেলাকে কেন্দ্র করে আইএসএফ (ISF) তৃণমূল (TMC) সংঘর্ষ (Clash)। ঘটনায় মহিলা সহ ১২ জন আহত (Injured)। সংঘর্ষের ঘটনার পেছনে কি কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়। বসিরহাটের হাড়োয়ার আটপুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি চায়ের দোকানে কেরাম খেলছিল তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূলের অভিযোগ সেই সময় আইএসএফ নেতা সেলিম মোল্লা ও সালাউদ্দিন এর নেতৃত্বে একদল দুষ্কৃতী এসে হামলা চালায়। লোহার রড বন্দুকের বাদ দিয়ে এলোভাতারি মারধর করে বলে তৃণমূলের অভিযোগ। মাথা ফাটে কয়েকজনের। দুপক্ষের সংঘর্ষে ১২ জন গুরুতর আহত হন।
তৃণমূল (TMC) নেতা বাপ্পা মন্ডল জানান, তাদের কর্মী-সমর্থকরা ক্যারাম খেলেছিল এ সময় আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা রড, বাঁশ, বন্দুক দিয়ে হামলা চালায়। মহিলারা প্রতিবাদ করলে তাদের ওপর আক্রমণ চালানো হয়।
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন হাড়োয়ার আইএসএফ (ISF) নেতা পিয়ারুল ইসলাম। তিনি বলেন কয়েকদিন আগে বিধানসভায় উপ নির্বাচনে কিভাবে ভোট হয়েছে তা সবাই জানে। এই ঘটনাকে তিনি তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব হিসেবে দাবি করেন। তুমি আরও বলেন, ওরা নিজেরাই মারপিট করে আইএসএফের নামে দোষারোপ করছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদি এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।