Birbhum: বগটুই গণহত্যা মামলায় অভিযুক্ত ছোট লালন মৃত

Bogtui massacre

বীরভূমের বগটুইয়ে তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখ খুনে অন্যতম অভিযুক্ত ছিল কবিরুল শেখ ওরফে ছোট লালন। এবার মৃত্যু হল ছোট লালনের। তাঁর মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে পরিবার।

Advertisements

২১ মার্চ ২০২২ সালে বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে খুন করা হয়। তাকে উদ্দেশ্য করে বোমা ছোড়া হয় এবং গুলি করা হয়। ঘটনার তদন্ত শুরু করে সিবিআই গ্রেফতার করে কবিরুল শেখ ওরফে ছোট লালনকে। ভাদু শেখ খুনে জড়িত থাকার অভিযোগেই গ্রেফতার করা হয় তাঁকে।

গ্রেফতারের পর থেকে ছোট লালন জেল হেফাজতে ছিল। জেল হেফাজতে থাকাকালীন মুখে ক্যান্সার ধরা পড়ে ছোট লালনের। এরপর এই বিরল রোগের চিকিৎসার জন্য মাস দুয়েক আগে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। কলকাতার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। সুস্থ হচ্ছিল না ছোট লালন। তাই তাকে ৩-৪ দিন আগে রামপুরহাটের বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই ছোট লালনের মৃত্যু হয়েছে।
ভাদু শেখ খুনের মামলা ছাড়া ভাদু শেখের দাদা বাবর শেখ খুনেও অভুযুক্ত ছিল ছোট লালন।

Advertisements

২০২২ সালে তৃণমূল নেতা ভাদু শেখকে বোমা মেরে কুপিয়ে খুনের পর গ্রামে নৃশংস হত্যাকাণ্ড ঘটে। জ্যান্ত পুড়িয়ে মারা হয় অনেককে। হাসপাতালেও পরে মৃত্যু হয় অনেকের। এই মামলাতে আরও এক অভিযুক্ত ছিল লালন, যার রহস্যজনক মৃত্যু হয় সিবিআই হেফাজতে। সিবিআই-এর অস্থায়ী ক্যাম্প থেকে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।