মহিলাকে পিটিয়ে মাসকুলার জেসিবি কাঁপছে, বাম নেতা খুনের অভিযোগ, বাংলাদেশ-বিহারে নেটওয়ার্ক

   রাজ্যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা উত্তর দিনাজপুর জেলার চোপড়া। এখানেই ২০২৩ সালের ১৫ জুন ঘটেছিল রক্তাক্ত কাণ্ড। সেদিন ছিল জেলায় পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা করার…

  

রাজ্যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা উত্তর দিনাজপুর জেলার চোপড়া। এখানেই ২০২৩ সালের ১৫ জুন ঘটেছিল রক্তাক্ত কাণ্ড। সেদিন ছিল জেলায় পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা করার শেষ দিন। পঞ্চায়েত ভোটে শাসক তৃণমূল কংগ্রেস বনাম বাম জোটের সংঘর্ষ চলছিল একাধিক জেলায়। সেই রেশ ধরে উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবেড়িয়া হয়েছিল রক্তাক্ত। ওই দিন মনেনয়ন জমা করতে যাওয়া বাম-কংগ্রেস মিছিলে গুলি চলেছিল। অভিযোগ, হামলাকারীরা তৃণমূলের। তাদের নেতা তাজম্মুল ওরফে জেসিবি। গুলিতে মৃত্যু হয় বাম নেতার। কয়েকজন জখম হন। সেই ঘটনায় জেলে গেছিল জেসিবি। জামিনে মুক্ত হয়ে এলাকায় ফের সন্ত্রাস কায়েম করেছিল বলে অভিযোগ।

চোপডা এরপরেও রক্তাক্ত হয়েছে তৃণমূল গোষ্ঠী সংঘর্ষ ও স্থানীয় চা বাগানের দখল ঘিরে সংঘর্ষে। প্রতিক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবি। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের পেটোয়া দুষ্কৃতি বলে অভিযোগ। উত্তর দিনাজপুর জেলা সিপিআইএম দলের সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী আনোয়ার উল হকের দাবি, জেসিবি রাজনৈতিক প্রভাবে সন্ত্রাস চালাত। জেলা কংগ্রেস ও সিপিআইএমের অভিযোগ, বাম নেতাকে গুলি করে খুনের মামলায় রাজনৈতিক প্রভাবে জামিন পেয়েছিল জেসিবি।

   

লম্বা চওড়া ম্যাচো-মাসকুলার চেহারা তাজম্মুল জেসিবির। অভিযোগ, ভয়ঙ্কর জেসিবিকে বিশেষ স্নেহ করেন বিধায়ক হামিদুল রহমান। একথা জানা থাকলেও জেলা তৃণমূল সভাপতি কানহাইয়ানাল আগরওয়াল নীরব ছিলেন। কারণ, তাঁর সঙ্গে ঘোর বিবাদ চলছে এই জেলারই ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। করিম চৌধুরী বিদ্রোহী বলে পরিচিত।

বাংলায় তালিবানি শাসনের ছবি! প্রেমের সম্পর্কে চোপড়ায় মহিলাকে ভয়াবহ প্রহার

জানা যাচ্ছে, করিম চৌধুরী ঘনিষ্ঠ হামিদুল রহমানকে নিজের পক্ষে রাখতেই ততপর জেনা তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল জেসিবির ঔদ্ধত্ব মেনে নিতেন। আর ‘বস’ হামিদুল রহমানের স্নেহে জেসিবি সমান্তরাল সরকার চালাত। দলীয় নেতৃত্বের ছত্রছায়ায় থাকা জেসিবি বাম নেতা খুনের মামলায় জামিন পাওয়ার পর চোপড়ায় ছড়িয়েছিল ভয়। নিকটবর্তী বিহার রাজ্যে জেসিবির বিশেষ নেটওয়ার্ক। আরও জানা যাচ্ছে, জেলার অন্যদিকে প্রতিবেশি বাংলাদেশেও জেসিবি যোগাযোগ গড়ে তোলে। তাজম্নুল জেসিবি নিজের বাহিনীকে আরও শক্তিশালী করে তোলে।

লোকসভা ভোটে উত্তর দিনাজপুর জেলা বিজেপির অনুকূলে। জেলার ইটাহার (দার্জিলিং লোকসভার অধীন) ও চোপড়া (বালুরঘাট লোকসভার অধীন) এই দুটি বিধানসভাতে তৃণমূল দাপট দেখায়। জানা যাচ্ছে,পরবর্তী নির্বাচনে জেসিবি ও তার মতো কয়েকজনকে আরও সক্রিয় করা হোক বলে তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি ছিল।

দার্জিলিং লোকসভার অধীন উত্তর দিনাজপুর জেলার চোপড়া। লোকসভাটি তৃণমূলের না থাকলেও চোপড়া বিধানসভা শাসক অনুকুলে। বিধায়ক হামিদুল রহমানের পোষা গুণ্ডা জেসিবি এবার এক মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগে ফের পুলিশের জালে। প্রকাশ্যে এক মহিলা ও তার প্রেমিককে মারধরের ভয়াবহ ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখে অভিযোগ, মারধর করছে জেসিবি। মহিলার আর্তনাদে দেশ শিহরিত।