জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠালেন মুখ্যসচিব

এবার জুনিয়র ডাক্তারদের (Junior Doctors Protest) সঙ্গে নবান্নে আলোচনায় বসতে চেয়ে মুখ্যসচিব (Chief Secretary) চিঠি পাঠালেন তাদের। আজ অর্থাৎ ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় আবার…

Tilottama's Parents Urge People to Come Out in Support on February 9

short-samachar

এবার জুনিয়র ডাক্তারদের (Junior Doctors Protest) সঙ্গে নবান্নে আলোচনায় বসতে চেয়ে মুখ্যসচিব (Chief Secretary) চিঠি পাঠালেন তাদের। আজ অর্থাৎ ১১ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় আবার নবান্নে (Nbanna) ১২-১৫ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। গতকাল অর্থাৎ ১০ সেপ্টেম্বর স্বাস্থ্যসচিবের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল জুনিয়র ডাক্তারদের।

   

সেই চিঠির উত্তরে নবান্নে জোড়া ইমেল পাঠিয়েছিলেন হবু ডাক্তাররা। আজ অর্থাৎ ১১ সেপ্টেম্বর ডাক্তারদের কাজে ফেরার জন্য সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ উল্লেখ করে চিঠি পাঠানো হয়েছে তাদের। এর আগে জুনিয়র ডাক্তাররা জানিয়েছিলেন যে তাদের মধ্যে যেন ৩০ জনকে স্বাস্থ্যভবনে যেতে দেওয়া হয়। এছাড়াও, মোট ৫টি দফার দাবি করে ইমেল (Email) পাঠিয়েছিল তারা। যদিও সেইসব ইমেলের সদুত্তর এখনও মেলেনি। এর আগে ৯ সেপ্টেম্বর জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির অবসান ঘটিয়ে তাদের কাজে ফিরতে অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রতিবাদে জ্বালানো যাবে না মোমবাতি, মার খেলেন তৃণমূল নেতা!

তারপর ১০ সেপ্টেম্বর স্বাস্থ্যভবন সাফাই অভিযানে নেমেছিলেন। হাতে প্রতীকী মগজ নিয়ে রাস্তায় নেমেছিলেন তারা। স্বাস্থ্যভবনের সামনে তাদের বাধা দেওয়া হলে, সেখানেই অবস্থান বিক্ষোভে বসে যান তারা।

জুনিয়ার ডাক্তাররা দেশদ্রোহী, দাবি বাদুড়িয়ার তৃণমূল নেতার

দুপুর থেকে রাত, রাত গড়িয়ে আবার দুপুর, কেটে গিয়েছে ২৪ ঘন্টা। এখনও আন্দোলনে অনড় বিক্ষোভকারীরা। আপাতত নিজেদের মধ্যে জিবি বৈঠক করে সিদ্ধান্ত নেবার কথা জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়েছেন যে, তারাও এই অচলাবস্থা কাটিয়ে কাজে ফিরতে চান। কিন্তু ন্যায়বিচার পাওয়াই হল তাদের আসল লক্ষ্য।