Mamata banerjee: বন্যা কবলিত হাওড়া-হুগলি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

গত কয়েক দিনে লাগাতার বৃষ্টি আর ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা কবলিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দামোদর নদে অতি প্লাবনের ফলে বন্যা কবলিত জেলা পরিদর্শনে মুখ্যমন্ত্রী…

short-samachar

গত কয়েক দিনে লাগাতার বৃষ্টি আর ডিভিসির জল ছাড়ার ফলে বন্যা কবলিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দামোদর নদে অতি প্লাবনের ফলে বন্যা কবলিত জেলা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। বুধবার হাওড়া, হুগলির মতো জেলাগুলি পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। হাওড়ার উদয়নারায়নপুরে সম্ভবত যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

   

পুজোর আগে বাড়ছে দুর্যোগ, আরও ছাড়ল জল, ভয়াবহ বন্যা পরিস্থিতি!

মঙ্গলবার উদয়নারায়ণপুর বিডিও অফিসে পরিস্থিতি মোকাবিলায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায়, জেলাশাসক পি দীপাপপ্রিয়া, স্থানীয় বিধায়ক সমীর পাঁজা এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা।

বন্যা পরিস্থিতি নিয়ে হচ্ছে না খবর, সংবাদমাধ্যমকে কটাক্ষ দেবাংশুর!

মঙ্গলবার ডিভিসি থেকে প্রায় দেড় লক্ষ কিউসেক জল এক সঙ্গে ছাড়ার ফলে হাওড়ার নিম্ন দামোদর এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। উদয়নারায়ণপুর এবং আমতায় দামোদর এবং মুণ্ডেশ্বরী নদীর জল এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। উদয়নারায়ণপুরে নদী তীরবর্তী গ্রামগুলিতে বুধবার ভোর থেকে জল বাঁধ টপকে ঢুকে পড়েছে। আমতার ভাটোরা দ্বীপ এলাকার বেশ কিছু জায়গায় মুণ্ডেশ্বরী নদীর জল হু-হু করে ঢুকছে। পুজোর আগে বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বেশ কয়েক দিন ধরে। তার মধ্যে মমতা সিদ্ধান্ত নিয়েছেন সরেজমিনে বন্যাবিধ্বস্ত কিছু এলাকা পরিদর্শন করে দেখার।

মঙ্গলে ‘সুপ্রিম’ শুনানি নিয়ে মতপ্রকাশ জুনিয়র চিকিৎসকদের

গত জুলাইতেও প্রবল দুর্যোগের ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল উত্তরবঙ্গের একাধিক জেলায়। ধস নেমে রাস্তা বন্ধ হয়েছিল দার্জিলিং, কালিম্পঙের মতো জেলাগুলিতে অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিস্তৃর্ণ এলাকাও জলমগ্ন হয়েছিল। তখন প্রশাসনের তৎপরতায় উদ্ধার হয় বহু মানুষ।