পুরুলিয়াতে ফিল্ম সিটি তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

তিনদিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরুলিয়াতে আজ প্রশাসনিক সভা করেন তিনি। সম্প্রতি পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, পুরুলিয়া এমন একটি…

Film City in Purulia

তিনদিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুরুলিয়াতে আজ প্রশাসনিক সভা করেন তিনি। সম্প্রতি পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, পুরুলিয়া এমন একটি জায়গা, ক্যামেরা যেখানেই বসানো হবে সেখানেই ফ্রেম তৈরি হবে।

সেই অনুযায়ী সোমবার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবার পুরুলিয়াতেও তৈরি হবে ফিল্ম সিটি। রাজ্যের পর্যটন বিভাগ ও পুরুলিয়া জেলা প্রশাসনের সহায়তায় ফিল্ম সিটি গড়তে বেসরকারি বিনিয়োগে ১০ একর জমি দেবেন বলে ওই বৈঠক থেকেই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। ওই প্রশাসনিক পর্যালোচনা সভায় থাকা রাজ্যের পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে কথা বলে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রূপসী পুরুলিয়ার এত সৌন্দর্য। বিগত কয়েক বছরে এখানে বহু ছবির শুটিং হয়েছে। এখনও ধারাবাহিকভাবে হচ্ছে। তাই ফিল্ম সিটি গড়ার জন্য ১০ একর জমি দেব। এদিকে ফিল্ম সিটি তৈরির পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শিল্পশহর রঘুনাথপুরে জঙ্গলসুন্দরী কর্মনগরীর ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা।

Advertisements

সত্যজিৎ রায় থেকে শুরু করে বর্তমান সময়ের হিন্দি ছবি, একাধিক সিনেমার শুটিং হয়েছে কলকাতায়। শুধু কোলকাতা নয়, বাংলার একাধিক জায়গায় শুটিং হয়েছে আর সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই পুরুলিয়াতে ফিল্ম সিটি তৈরির ভাবনা ভেবেছেন মুখ্যমন্ত্রী। বাংলা সিনেমার ক্ষেত্রেও জঙ্গলমহলকে ঘিরে একাধিক ছবি তৈরি হয়েছে। সে ক্ষেত্রে পুরুলিয়াতেও একাধিকবার শুটিং করতে হয়েছে অভিনেতা-অভিনেত্রীদের। তাই পরিচালক থেকে প্রযোজক সকলেরই মনে হয়েছে পুরুলিয়া সিনেমা তৈরীর জন্য অসাধারণ একটি ফ্রেম।