মুখ্যমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়া আমাদের কাজ নয়’, ধমক প্রধান বিচারপতির

আজকের মতো শুনানি শেষ আরজি কর কাণ্ডের মামলার। উঠে গেলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। শুনানি শেষেই…

আজকের মতো শুনানি শেষ আরজি কর কাণ্ডের মামলার। উঠে গেলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। শুনানি শেষেই এক আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির৷ কিন্তু কেন? জানা গিয়েছে, প্রধান বিচারপতি বলেন, “এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা এখানে এই মামলার সঠিক বিচার যাতে হয়, সেই দিকেই নজর রাখছি৷ তাই আপনি এখানে যদি বলেন, মুখ্যমন্ত্রীর (Chief Minister) পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়।”

Advertisements

এদিন সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন বহু দাবিই তুলে ধরা হয়েছে৷ পাশাপাশি জুনিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন, নিরাপত্তা যদি নিশ্চিত থাকে তাহলে তাঁরা অবশ্যই কাজে ফিরতে পারেন৷ হলে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আপত্তি নেই। জানালেন তাঁদের আইনজীবী। এর পাশাপাশি আজ অথবা আগামিকাল জুনিয়র ডাক্তাররা জিবি মিটিং করবেন বলেও জানান তিনি।