আজকের মতো শুনানি শেষ আরজি কর কাণ্ডের মামলার। উঠে গেলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। শুনানি শেষেই এক আইনজীবীকে ধমক প্রধান বিচারপতির৷ কিন্তু কেন? জানা গিয়েছে, প্রধান বিচারপতি বলেন, “এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা এখানে এই মামলার সঠিক বিচার যাতে হয়, সেই দিকেই নজর রাখছি৷ তাই আপনি এখানে যদি বলেন, মুখ্যমন্ত্রীর (Chief Minister) পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়।”
এদিন সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন বহু দাবিই তুলে ধরা হয়েছে৷ পাশাপাশি জুনিয়ার চিকিৎসকেরা জানিয়েছেন, নিরাপত্তা যদি নিশ্চিত থাকে তাহলে তাঁরা অবশ্যই কাজে ফিরতে পারেন৷ হলে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে আপত্তি নেই। জানালেন তাঁদের আইনজীবী। এর পাশাপাশি আজ অথবা আগামিকাল জুনিয়র ডাক্তাররা জিবি মিটিং করবেন বলেও জানান তিনি।