Darjeeling: চা বাগানে ধরা পড়ল চিতা

চিতার উৎপাত চলছিল দার্জিলিং (Darjeeling) জেলার নকশালবাড়িতে। অবশেষে খাঁচাবন্দি। বনদফতর সূত্রে জানানো হয়েছে, কয়েক দিন ধরে ওই এলাকায় চিতা উৎপাত করছিল। একজনের ওপর হামলা চালায়। জখম হন তিনি। বাগান এলাকায় ফাঁদ পাতে বনদফতর।

সোমবার সকালে দেখা যায় খাঁচাবন্দি হয়েছে চিতা। বনদফতর সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর চিতাটি থেকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

   

আবার জলপাইগুড়ির মালবাজারে হাতির হানায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার সকালে কৈলাশপুর চাবাগান সংলগ্ন কাঠামবাড়ি জঙ্গল এলাকায় ঢেঁকি শাক তুলতে গিয়েছিলেন দুই ব্যক্তি। সেই সময় আচমকা একটি হাতি তাদের সামনে চলে আসে। একজন পালাতে পারলেও, দ্বিতীয়জন পারেনি।

সেই সময় হাতিটি ওই ব্যক্তিকে শুঁড়ে তুলে আছাড় মারে জঙ্গলের ভিতরেই। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে বনদফতর। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন