পর্যটকের সোনার হার ছিনতাই, ধৃত ২

মিলন পণ্ডা, দিঘা: সৈকত নগরীর দিঘায় পর্যটক মহিলার সোনার হার ছিনতাই ঘটনায় অবশেষে দু’জন অভিযুক্ত যুবককে গ্রেফতার (Arrest) করল পুলিশ। Advertisements অভিযুক্তদের কাছ থেকে চুরি…

মিলন পণ্ডা, দিঘা: সৈকত নগরীর দিঘায় পর্যটক মহিলার সোনার হার ছিনতাই ঘটনায় অবশেষে দু’জন অভিযুক্ত যুবককে গ্রেফতার (Arrest) করল পুলিশ।

Advertisements

অভিযুক্তদের কাছ থেকে চুরি যাওয়া সোনার হার উদ্ধার করে। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা হল ডায়মণ্ড হারবার রায়দিঘি এলাকায় মনি উদ্দিন মোল্লা হক ও অশোক পুরকাইট।

   

শুক্রবার অভিযুক্তদের কাঁথি মহাকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, গত ১৮ আগস্ট ভর সন্ধ্যায় রাস্তায় বাইকে করে দুই যুবক এসে পর্যটক মহিলার সোনার হার ছিনতাই করে চম্পট দেয়। এরপর ওই পর্যটক মহিলা দিঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়ে তদন্ত নামে পুলিশ। দিঘা থানার ওসি অমিত প্রামাণিকের নেতৃত্বে চুরির তদন্তে নামে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই যুবককে গ্রেফতার করে এবং চুরি যাওয়া সোনার হার উদ্ধার করে। দিঘা থানায় ওসি অমিত প্রামাণিক বলেন, “তদন্ত নেমে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”