জয়নগরের পর ডায়মন্ডহারবারে গুলি করে খুন, তীব্র উত্তেজনা

ফের গুলি। ফের খুন। জয়নগরে তৃণমূল নেতাকে খুনের পর গণপিটুনিতে মৃত্যু ও রাজনৈতিক উত্তেজনার মাঝে এবার ডায়মন্ডহারবারে খুনের ঘটনা। জমি বিবাদের জেরে গুলি করে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। নিহতের নাম মিঠুন সর্দার। তাকে গুলি করে পালায় দুষ্কৃতিরা। দক্ষিণ ২৪ পরগনা জেলায় পরপর গুলিতে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

জয়নগরের পর এবার দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবারের শুট আউট। জমি বিবাদের জেরে খুন বলে অনুমান। গুলিতে নিহত মিঠুন সর্দার। ডায়মন্ড হারবার সাতঘরার এলাকায় গতকাল রাত এগারোটায় হঠাৎই জগন্নাথ মন্ডল এর সাথে তার প্রতিবেশীর ঝগড়া বাধে। সে সময় গন্ডগোলের সমাজ দিতে যায় মিঠুন সর্দার। বচসা থামাতে গিয়ে পরেশ মন্ডল নামে এক অভিযুক্তর গুলি চালায় গুলি সরাসরি লাগে মিঠুন সর্দারের পেটে। যখন ওর সাথে থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালেও নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

Advertisements

ঘটনা তদন্ত শুরু করেছে ডায়মনহারবার থানার পুলিশ। অভিযুক্তরা পলাতক। এলাকায় পুলিশ প্রশাসন মোতায়ন রয়েছে। অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই খুনের মামলার রুজু করে খুব চালানো হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে। জগন্নাথ মন্ডল এর সঙ্গে তার প্রতিবেশী পরেশ মন্ডলের একটা পারিবারিক বচসা চলছিল। গন্ডগোলের সূত্রপাত শুরু হয় কাল বিকেল থেকে তখন থেকেই কথা কাটাকাটি শুরু হয়। তারা দুই ভাই বলে জানা গেছে। পরেশ মন্ডল ও অজয় মণ্ডল পলাতক।

জয়নগরের ঘটনাটি এখন সম্পূর্ণ মিটে যায়নি তার মধ্যেই এই শুটআউট এটি পারিবারিক বিভাগ করা হলেও এর পেছনে অন্য কোন কারণ আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। রাজ্য উত্তান রয়েছে জয়নগরের ঘটনায় তার মধ্যে এই শুট আউটের ঘটনা। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।

Advertisements