”বীরভূমে মুখ্যমন্ত্রী মমতার নির্দেশ চলে না” এমনই বলছেন জেলার কাঁতরতলাবাসী। তাদের কটাক্ষ, বীরভূম কেষ্ট ও কাজলের! মঙ্গলবার বালির বখরা নিয়ে সংঘর্ষের অভিযোগ উঠল। পড়ল মুড়ি মুড়কির মতো বোমা।
অভিযোগ, জেলা তৃণমূলের দুই যুযুধান শিবির অনুব্রত মণ্ডল (কেষ্ট) ও কাজল শেখ গোষ্ঠীর মধ্যে বালির বখরা নিয়ে সংঘর্ষ বাধে। দুপক্ষের কয়েকজন জখম। অসহায় পুলিশ! ঘটনাস্থল খয়রাশোল ব্লকের কাঁকরতলার জামালপুর।
বালি টাকার ভাগাভাগি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি হয় বলে অভিযোগ। সংঘর্ষে জখম সেখ সাত্তার আলি। তার পায়ে বোমা পড়ে। তিনি তৃণমূল সমর্থক।
উল্লেখ্য, জেলা তৃণমূলের সভাপতি হতে মরিয়া কাজল শেখ। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকাকালীন কাজল শেখের নিয়ন্ত্রণে চলে গেছিল জেলা তৃণমূলের নিয়ন্ত্রণ। তবে অনুব্রতকে সাংগঠনিক পদচ্যুত করেননি দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামিন পাওয়ার পর অনুব্রত জেলায় ফেরার পর কাজল শেখ দূরত্ব রাখছিলেন। চলছিল দুই গোষ্ঠীর সংঘর্ষ। সেই রেশ ধরে এবার কাঁকরতলায় সংঘর্ষ।
এদিকে আরও জানা যাচ্ছে, রামপুরহাটে বিপুল বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে রামপুরহাট থেকে ৩২০ বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করে পুলিশ মোট ওজন ১৬ হাজার কেজি বিস্ফোরক!