বন্দুক হাতে দুষ্কৃতীদের তাণ্ডব সিউড়িতে, আইসি-র কলার ধরে হুমকি

সিউড়ি: প্রকাশ্যে বন্দুক হাতে তাণ্ডব দুষ্কৃতীদের৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সিউড়ি। জমি সংক্রান্ত বিবাদ থেকেই অশান্তির সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত…

বন্দুক হাতে দুষ্কৃতীদের তাণ্ডব সিউড়িতে, আইসি-র কলার ধরে হুমকি

সিউড়ি: প্রকাশ্যে বন্দুক হাতে তাণ্ডব দুষ্কৃতীদের৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সিউড়ি। জমি সংক্রান্ত বিবাদ থেকেই অশান্তির সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হলেন খোদ সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়। রীতিমতো বন্দুক হাতে অভিযুক্তেরা দাপিয়ে বেড়ালেন গোটা এলাকায়। গুলি ছোড়া হয়েছে বলেও অভিযোগ। এই অবস্থায় এগিয়ে আসেন গ্রামবাসীরা৷ অভিযুক্তদের ধরে বেঁধে ফেলেন তাঁরাই। (chaos in suris village)

দুই গোষ্ঠীর সংঘর্ষ chaos in suris village

মঙ্গলবার সকালে বাবু আনসারি ও ইকবাল আনসারির গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে সিউড়ি৷ বাবুর এক অনুগামী আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বাড়াতে থাকে। কিন্তু তাকে ধরে বেধে ফেলেন গ্রামবাসীরা। পুলিশে খবর দেওয়া হলে অকুস্থলে পৌঁছন সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়৷ পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে একদল দুষ্কৃতী এসে তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। ওই দুর্বৃত্তদের হাত থেকে অস্ত্রধারীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ফেলে আর এক দল দুষ্কৃতী। তাঁকে কলার ধরে টানাটানি শুরু হয়৷ 

লাঠিচার্জ পুলিশের chaos in suris village

পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। শুরু হয় ধরপাকড়৷ এখনও পর্যন্ত ছ’জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র৷

Advertisements

উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র৷ গ্রামবাসীদের অভিযোগ, বাবু আনসারি ও ইকবাল আনসারি দু’জনেই তৃণমূল কর্মী। এলাকা দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ এখানে আকছাড়৷ তবে এত বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র কী ভাবে ওই দুষ্কৃতীদের হাতে আসছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, তার কাউকেই তোয়াক্কা করে না৷ পুলিশেও যে ওদের ভয় নেই, তা আজকের ঘটনা থেকেই স্পষ্ট৷