পুলিশ পিছনে আদিবাসী ঘেরাটোপ। লাঠি হাতে মহিলাদের ক্ষোভ। একটু দূরে পুলিশের বলয়। পরিস্থিতি এমনই দেউচা পাঁচামিতে। বীরভূমের এই কয়লা খাদান প্রকল্প ঘিরে আরও জটিলতা বাড়ল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ক্ষোভ ঝরে পড়ছে। আদিবাসীরা বলছেন জমি দেব না। দেউচা পাঁচামিতে কাজ বন্ধ।
তৃণমূল নেতা ও সরকারি কর্মচারীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন দেউচা পাঁচামির অন্তত কুড়িটি গ্রামের বাসিন্দারা। অভিযোগ, দেউচা পা়ঁচামি পরিদর্শনে যাওয়ার সময় আদিবাসী নেতাদের আটক করে পুলিশ। বোলপুর থানার সামনে বিক্ষোভকারী আদিবাসীদের ঘেরাও চলে। জেলা জুড়ে ক্ষোভ ছড়িয়েছে।
কয়লা খাদানের জন্য জমিদাতাদের চাকরি, আর্থিক প্যাকেজ, পুনর্বাসন প্রকল্র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ৷মমতার আশ্বাসে কোনও ভরসা নেই বলছেন আদিবাসীরা।বিক্ষোভের জেরে টানা দিন দেউচায় খনন বন্ধ। অভিযোগ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে দেউচা পাঁচামির কয়লা খনন কাজ শুরু কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন এলাকায় বাধার মুখে পড়তে হয় প্রশাসনের অফিলারদের। গত ৭ ফেব্রুয়ারি বিশাল পুলিশ বাহিনীর ঘেরাটোপে মাটি কাটার কাজ শুরু হয়। চারটি গ্রামের আদিবাসী মহিলারা কাজ বন্ধ করে দেন। দেউচা পাঁচামি থেকে আদিবাসীদের উচ্ছেদ করা হবে এমনই বার্তা খাদান সংলগ্ন গ্রামগুলোতে ছড়িয়েছে।
সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, পুলিশ প্রশাসন ইতিমধ্যেই দেউচায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে যাতে সেখানকার খবর বাইরে না আসে এবং বাইরের খবর সেখানকার বাসিন্দারা না পেতে পারেন। মুখ্যমন্ত্রী সশস্ত্র বাহিনী নামিয়েছেন প্রতিবাদীদের দমন করতে। শিল্পক্ষেত্র নয়, উনি যুদ্ধক্ষেত্র বানাচ্ছেন দেউচায়।