চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি সিরিয়াল? দোটানায় বচসা, প্রাণ গেল কিশোরের

চ্যাম্পিয়ন্স ট্রফি বনাম সিরিয়াল, বচসার জেরে চরম পরিণতি হল কিশোরের (Teen Suicide)। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ১৭ বছর বয়সী বিট্টু কর্মকার নামক…

Champions Trophy or Serial? Argument Over TV Leads to Teenager's Tragic Death

চ্যাম্পিয়ন্স ট্রফি বনাম সিরিয়াল, বচসার জেরে চরম পরিণতি হল কিশোরের (Teen Suicide)। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ১৭ বছর বয়সী বিট্টু কর্মকার নামক এক কিশোরের মৃত্যু হয়েছে ঘটনায়। এই ঘটনা শুধু তার পরিবারকেই নয়, পুরো অঞ্চলের মানুষকেও হতবাক করে দেয়।

গত মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে টিভি দেখছিল বিট্টু। পরিবারের অন্য সদস্যরা তখন সিরিয়াল দেখছিলেন। বিট্টু চাইছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ম্যাচ দেখতে। খেলাধুলায় তার আগ্রহ ছিল, আর সেই কারণে বারবার টিভি রিমোট চাইছিল সে। তবে পরিবারের সদস্যরা সে সময় সিরিয়াল দেখতেই বেশি আগ্রহী ছিলেন, তাই তারা রিমোট দিতে রাজি হননি।

এই ছোট বিষয়টি নিয়েই কিছুটা উত্তেজনা তৈরি হয়। বিট্টু এবং পরিবারের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়। তার পর বিট্টু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছুটা সময় পেরিয়ে গেলেও যখন সে দরজা খোলেনি, তখন পরিবারের লোকজনের মধ্যে সন্দেহ দেখা দেয়। তারা বিট্টুকে ডাকাডাকি করতে শুরু করেন। কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে, অবশেষে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকতেই তাদের চোখে পড়ে বিট্টুর ঝুলন্ত দেহ। এই দৃশ্য দেখে তাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Advertisements

ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। সামশেরগঞ্জ থানার পুলিশ জানায়, এটি একটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিট্টুর মৃত্যুর ঘটনায় পরিবার ও প্রতিবেশীরা শোকাহত। তার পরিবার এই ছোট একটি বিষয়কে কেন্দ্র করে এত বড় বিপদ ঘটতে পারে, তা ভাবতেই পারছে না। পরিবারের সদস্যরা বলছেন, তাদের আদরের ছোট ছেলের এমন মৃত্যু তাদের জন্য অত্যন্ত হতাশাজনক। যে সময় তারা পরিবারের সঙ্গেই আনন্দে কাটাচ্ছিল, সেই সময়ে এমন একটি ঘটনা ঘটলো, যা তাদের জীবনে গভীর শোক নিয়ে এসেছে।