রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, মমতার ‘ম্যান মেড বন্যা’ তত্ত্বকে মানতে নারাজ কেন্দ্র

শহর কলকাতায় রোদের তেজ বাড়লেও হাওড়া, হুগলির বহু জায়গাই এখনও জলের তলায়৷ রোজই বাড়ছে জলস্তর৷ বিশেষ করে ঘাটালে জল বেড়ে সেখানকার অবস্থা খুবই ভয়ানক হয়ে…

শহর কলকাতায় রোদের তেজ বাড়লেও হাওড়া, হুগলির বহু জায়গাই এখনও জলের তলায়৷ রোজই বাড়ছে জলস্তর৷ বিশেষ করে ঘাটালে জল বেড়ে সেখানকার অবস্থা খুবই ভয়ানক হয়ে উঠেছে৷ বিঘার পর বিঘা জমি এখন জলের তলায়৷ পুজোর আগেই ভাসছে ঘাটাল৷ সেখানকার সাধারণ মানুষদের কথায়, ভোট আসে ভোট যায় কিন্তু এই জলযন্ত্রণার ছবিটি একই থেকে যায়৷ এই ভয়ানক বন্যা (WB Flood) পরিস্থিতির মাঝেই আবার ডিভিসির জল ছাড়া হয়েছে৷ ফলে বন্যা কবলিত দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

বন্যা কবলিত জেলা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। বৃহস্পতিবার ঘাটাল পরিদর্শনে গিয়েছিলেম মুখ্যমন্ত্রী৷ সেখানে গিয়ে বন্যার জন্য ডিভিসিকেই কাঠগড়ায় তোলেন তিনি।

   

প্রসঙ্গত, পরশুড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ডিভিসির পাশাপাশি ঝাড়খণ্ডের হেমন্ত সরকারকেও তোপ দেগে মমতা বলেন, “নিজেদের রাজ্যকে বাঁচাতে ডিভিসি জল ছাড়ছে ঝাড়খণ্ড। আর তাতে বাংলা ডুবছে।” ডিভিসির ওপর কার্যত ক্ষোভ উগরে দেন তিনি। কারণ বাংলার ক্ষতি করতে চাইছে সেই কারণেই এই ভয়ানক বন্যা পরিস্থিতিতেও জল ছাড়ছে ডিভিসি৷ এই মর্মেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পুরনো ‘ম্যানমেড বন্যা’ তত্ত্ব বলে দাবি করেছেন। কিন্তু সেই দাবিকে উড়িয়ে দিয়েছে কেন্দ্র৷
মুখ্যমন্ত্রীর এই দাবির উত্তরে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানিয়েছেন, ডিভিসি সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেই জল ছেড়েছে। পাঞ্চেত ও মাইথন বাঁধ নিয়ন্ত্রণ করে ডিভিসির যে কমিটি, এই কমিটিতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধিরাও রয়েছেন। তাই জল ছাড়ার বিষয়টি সকলের কাছেই জানা৷

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর ০,৬৬৪ কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। পরে সন্ধ্যায় মাইথন-পাঞ্চেত থেকে প্রায় ২৫০,০০০ কিউসেক জল ছাড়া হয়েছিল। তবে বর্তমানে সেই জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছে ডিভিসি। গতকাল, ১৯ সেপ্টেম্বর ডিভিসি ৮০,০০০ কিউসেক ছেড়েছে বলেই জানা গিয়েছে।