কেন্দ্রের নিয়ন্ত্রণে নেই CBI, দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টে দাবি মোদী সরকারের

সিবিআইকে (CBI) নিয়ে এবার বিস্ফরক দাবি করল কেন্দ্রীয় সরকার। ২৪-এর লোকসভা ভোটের মুখে বাংলার শাসক দলের নতুন করে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি…

সিবিআইকে (CBI) নিয়ে এবার বিস্ফরক দাবি করল কেন্দ্রীয় সরকার। ২৪-এর লোকসভা ভোটের মুখে বাংলার শাসক দলের নতুন করে মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সিবিআইয়ের উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ নেই।

বস্তুত, পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেছে, যেখানে দাবি করা হয়েছে যে সিবিআই অনেক মামলায় তদন্তের জন্য রাজ্য সরকারের অনুমোদন নেয়নি। প্রসঙ্গত, সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তাদের অভিযোগ, রাজ্য সিবিআইকে দেওয়া সাধারণ সম্মতি প্রত্যাহার করা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থা এফআইআর নথিভুক্ত করে তদন্ত করছে।

   

এদিকে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ বাতিলের মামলায় সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে মমতা সরকার। নিয়োগ বাতিলের কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি আদালত। তবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ হাইকোর্টের রায়ের একটি অংশে স্থগিতাদেশ দেয়। এতে শিক্ষক পদ সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। প্রসঙ্গত, ২০১৬ সালের শিক্ষক নিয়োগ বাতিল করে মমতা সরকারকে বড় ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। এই সিদ্ধান্তের জেরে রাজ্যের ২৪ হাজার শিক্ষক বেকার হয়ে পড়েছেন। এরপরই বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল সরকার। আগামী সোমবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের শুনানি হবে।