কাকুর বাড়ির দোতালা দখল নিয়েছে বাহিনী! আদালতে ছুটলেন সুজয়কৃষ্ণ

কলকাতা: ফ্যাসাদে পড়েছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’৷ তাঁর বাড়ির দোতলা দখল নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এক মাস আগেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তী…

central force at Sujaykrishnas house

কলকাতা: ফ্যাসাদে পড়েছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’৷ তাঁর বাড়ির দোতলা দখল নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এক মাস আগেই শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। জামিনের শর্তে সাফ বলা ছিল, শুধুমাত্র চিকিৎসার জন্যেই বাড়ির বাইরে পা রাখতে পারবেন তিনি৷ তাঁর দু’টি মোবাইল নম্বর সিবিআইকে জানাতে হবে। সেই সঙ্গে আদালতের নির্দেশ, কাকুর বাড়ির বাইরে নিরাপত্তার দায়িত্ব পালন করবে কেন্দ্রীয় বাহিনী৷ (central force at Sujaykrishnas house)

দোতলার বেডরুমে বাহিনী central force at Sujaykrishnas house

আগামী ৩১ মার্চ পর্যন্ত জামিনের মেয়াদ তাঁর। ফলে মেয়াদ ফিরাতে হাতে আর মাত্র কয়েক দিন বাকি৷ এরই মধ্যে সুজয়কৃষ্ণের আইনজীবী আদালতে আবেদন করেছেন, যাতে জামিনের মেয়াদ বাড়ানো হয়। এদিকে, কেন্দ্রীয় বাহিনীর কার্যকলাপে বেজায় সমস্যায় পড়েছেন কাকু৷ তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, সিবিআই আদালতের নির্দেশ অমান্য করে বাহিনীকে ব্যবহার করছে৷ তাঁর নজরদারির জন্য বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা৷ প্রতিরাতে বাহিনী দোতলার বেডরুমে প্রবেশ করে এবং বাড়ির অন্যান্য সুবিধা ব্যবহার করছে। শুধু তাই নয়, সুজয়কৃষ্ণ যখন চিকিৎসার জন্য হাসপাতালে যান, তখনও বাহিনী তাঁর পিছু পিছু হাসপাতালে চলে আসে। এমনকি, হাসপাতালের রেজিস্টারে আসা-যাওয়ার সমস্ত তথ্যও তারা নজরদারি করছে।

   

স্বাভাবিক জীবনযাত্রায় হস্তক্ষেপ central force at Sujaykrishnas house

এছাড়াও, সুজয়কৃষ্ণ ভদ্র অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনী তাঁর স্বাভাবিক জীবনযাত্রায় হস্তক্ষেপ করছে, যা আদালতের নির্দেশনার লঙ্ঘন। তাঁর আইনজীবী কেন্দ্রীয় বাহিনীর এই কার্যকলাপের তদন্ত এবং জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য আদালতে আবেদন করেছেন।

Advertisements

এটি একটি গুরুতর বিষয়, কারণ আদালতের নির্দেশ থাকার সত্ত্বেও বাহিনীর এভাবে বাড়ির ভিতরে অবস্থান এবং সুজয়কৃষ্ণের ব্যক্তিগত জীবনযাত্রায় হস্তক্ষেপ, আইন এবং বিচার ব্যবস্থার প্রতি গভীর প্রশ্ন তুলে ধরছে। সুজয়কৃষ্ণের আইনজীবী আদালতের কাছে এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন, যাতে সঠিক বিচার পাওয়া যায় এবং অব্যাহত নজরদারি বন্ধ হয়।

West Bengal: Sujaykrishna Bhadra, aka Kalighat Kaku, faces challenges as central forces occupy his home amid the recruitment scam case. With bail expiring on March 31, his lawyer seeks an extension. Allegations arise over CBI‘s misuse of security forces for surveillance.