আধার কার্ড কি SIR-এ গ্রহণযোগ্য? ব্যাখ্যা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার

CEC Gyanesh Kumar Clarifies: Aadhaar Confirms Identity, Not Date of Birth, Domicile, or Citizenship

মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বাংলা সহ মোট ১২টি রাজ্যে স্পেশাল (Bengal SIR) ইনটেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়া। SIR হলো ভোটার তালিকা যাচাই এবং সংশোধনের একটি বিশেষ পর্যায়, যার মাধ্যমে নাগরিকরা নিজেদের ভোটার তথ্য পরীক্ষা, সংশোধন ও আপডেট করতে পারেন।

Advertisements

এর আগে বিহারে প্রথম পর্যায়ের SIR সম্পন্ন হয়েছিল। বিহারের এই প্রক্রিয়ার সময় প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড গ্রহণ না করার বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। এমনকি বিষয়টি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছিল, যেখানে ভোটার তালিকা আপডেট এবং পরিচয় প্রমাণ সংক্রান্ত নানা প্রশ্ন উত্থাপিত হয়েছিল।

   

বাংলার SIR প্রক্রিয়ায়ও নাগরিকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে যে, ভোটার তালিকায় নিজস্ব তথ্য যাচাইয়ের সময় আধার কার্ডকে কি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করা হবে কিনা। এই বিষয়ে সোমবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্টভাবে জানিয়েছিলেন, “আধার কার্ডকে শুধুমাত্র পরিচয়ের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। তবে এটি নাগরিকত্ব, জন্ম তারিখ বা বাসস্থানের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।”

নির্বাচন কমিশনারের এই মন্তব্য নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা। অর্থাৎ, ভোটার তালিকায় নাম যাচাই বা সংশোধনের ক্ষেত্রে আধার শুধুমাত্র ব্যক্তি শনাক্তকরণের কাজে ব্যবহার করা যাবে। নাগরিকত্বের প্রশ্নে বা জন্মতারিখ যাচাইতে আধার গ্রহণযোগ্য হবে না। একইভাবে, বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে না।

Advertisements

বাংলার SIR প্রক্রিয়া মূলত নাগরিকদের ভোটার তালিকায় নাম, ঠিকানা, লিঙ্গ, বয়স, জন্মতারিখ সহ অন্যান্য তথ্য যাচাই ও সংশোধন করার সুযোগ দেয়। SIR-এর সময় ভোটাররা বিভিন্ন প্রামাণ্য নথি দিয়ে নিজেদের তথ্য যাচাই করতে পারবেন। প্রামাণ্য নথির মধ্যে সাধারণত ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি গ্রহণযোগ্য। আধার কার্ড ব্যবহার করার ক্ষেত্রে শুধুমাত্র পরিচয় যাচাইয়ের সীমাবদ্ধতা থাকায় ভোটারদের সতর্ক থাকা জরুরি।