তিথি মেনে দুর্গাপূজা (Durga puja) বিসর্জনের আগেই বিষাদ নেমেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রামে। শনিবার (১২ অক্টোবর) খুব ভোরে চুরি হওয়া লক্ষ লক্ষ টাকার অলঙ্কারের কোনও হদিস নেই। তদন্ত চলছে। হন্যে হয়ে চোর খুঁজছে পুলিশ। চাঞ্চল্যকর এই চুরির ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। সিসিটিভিতে স্পষ্ট ধরা পড়েছে চোর। তবে শনিবার দিনভর তার নাগাল পায়নি কেতুগ্রাম থানার পুলিশ।
শনিবার ভোরে কেতুগ্রামের পাঁচুন্দি গ্রামের চ্যাটার্জি পরিবারের দুর্গা মূর্তির গয়না চুরি হয়। পরিবারের সদস্য অরূপ চ্যাটার্জি চুরির বিষয়টি প্রথম লক্ষ্য করেন। মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গতকাল, গভীর রাতে মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে ঢুকেছে। সেই ব্যক্তি দেবী প্রতিমার গায়ের অলঙ্কার খুলে নিয়ে চলে যাচ্ছে।
চ্যাটার্জি পরিবারের সদস্যা রিমা ভট্টাচার্য তার ফেসবুক লিখেছেন, “বাড়ির মা দুর্গা মায়ের সব গহনা চুরি হয়ে গেছে কাল রাতে।। কেতুগ্রাম থানায় খবর দেওয়ায় পুলিশ নিজস্ব তদন্ত শুরু করছে। দয়া করে কোনো সোনার দোকান বিক্রি নেবেন না। কাটোয়া, বর্ধমান, কলকাতা, মুর্শিদাবাদ সংলগ্ন এবং বাকি সব জায়গার সোনার দোকান গুলোকে অনুরোধ করা হচ্ছে।”
চ্যাটার্জি পরিবারের আশঙ্কা দুর্গা মূর্তির বিপুল গয়না চোরবাজারে বিক্রি হতে পারে। পুলিশের তরফেও চলছে বিশেষ নজরদারি।