CBI নজরে সুকন্যা, অনুব্রতর প্রাণভোমরা রাখা আছে বোলপুরে

      প্রাণ ভোমরা! তার জন্যই সবকিছু। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আদরের সুকন্যাকে জেরা করতে বোলপুর যাচ্ছে CBI, তাদের নজরে এবার অনুব্রতর কন্যা। গোরু পাচার…

Anubrata

short-samachar

 

   

প্রাণ ভোমরা! তার জন্যই সবকিছু। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আদরের সুকন্যাকে জেরা করতে বোলপুর যাচ্ছে CBI, তাদের নজরে এবার অনুব্রতর কন্যা। গোরু পাচার মামলার বিপুল অংকের টাকা তারই অ্যাকাউন্ট ও ভুয়ো সংস্থা মারফত লেনদেন হয়েছে বলে সিবিআই জানতে পেরেছে। এদিকে কলকাতায় নিজাম প্যালেসে টানা জেরার মুখে বীরভূম জেলা তৃ়ণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত।

গোরু পাচার তদন্তে সুকন্যা মণ্ডলের কাছে অনেক সূত্র মিলবে বলে মনে করছে সিবিআই। এদিকে বাবা সিবিএসই হেফাজতে যেতেই ভেঙে পড়েছেন সুকন্যা।

সূত্রের খবর,দীর্ঘ সময় ধরে তদন্তে সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে একাধিক সম্পত্তির খোঁজ পেয়েছেন। সেই সূত্র ধরে বোলপুরে সুকন্যার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্র মারফত জানা গিয়েছে কন্যা সুকন্যা কী করেন, তাঁদের সংসার চলে কী ভাবে, নিরাপত্তা রক্ষীদের খরচ চালান কী ভাবে অনুব্রত সেই সব তথ্য সংগ্রহ করা হয়েছে।

অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের দু’টি সংস্থার নাম সিবিআই পেয়েছে। যার নথিতে অন্যতম অংশীদার হিসাবে রয়েছেন অনুব্রত মণ্ডল। এইসব বিষয়গুলি নিয়ে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ চলছে। গোরু পাচারের টাকার বড় অংশ একাধিক ব্যবসায় খাটানো হয়েছে। মেয়েকে ব্যবহার করে এই গোটা প্রক্রিয়াটাই চালিয়েছে অনুব্রত মণ্ডল। এমনটাও অনুমান করছেন সিবিআইয়ের অফিসাররা।

উল্লেখ্য, এর আগে গরুপাচার মামলায় অনুব্রতপ মণ্ডলের দেহরক্ষী আয়গল হোসেনকে গ্রেফতার করেছে সিবিআই। সায়গল সহ একাধিক অভিযুক্তদের লিখিত বয়ানে অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে। গত সপ্তাহেই আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে সাপ্লিমেন্টরি চার্জশিট জমা দিয়েছে সিবিআই। সেখানে বিকাশ মিশ্র, সায়গল হোসেন সহ একাধিক জনের নাম রয়েছে। ৮০ পাতার চার্জশিটে ৪৫টি সম্পত্তির নথি মিলেছে অনুব্রত, তাঁর পরিবার ও সায়গল হোসেনের নামে।

সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের বিপুল অঙ্কের বেনামি সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। তাই অনুব্রত কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।