CBI জালে অনুব্রত, আসানসোলে আজও ‘গোরু চোর’ ধ্বনি নাকি উড়ে আসবে জুতো?

ফের শুনতে হবে ‘গোরু চোর, গোরু চোর’। ‘ওই যে গোরু চোর যাচ্ছে ‘। দশদিন আগের পরিস্থিতি তেমনই বলে আশঙ্কা করছে সিবিআই। ঠিক দশদিন আগের কথা।…

anubrata_jial

ফের শুনতে হবে ‘গোরু চোর, গোরু চোর’। ‘ওই যে গোরু চোর যাচ্ছে ‘। দশদিন আগের পরিস্থিতি তেমনই বলে আশঙ্কা করছে সিবিআই। ঠিক দশদিন আগের কথা। তুমুল নাটকীয় অভিযান শেষে বোলপুর থেকে আটক করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) পশ্চিম বর্ধমানের আসানসোলে নিয়ে এসেছিল (CBI) সিবিআই। হাজার হাজার কোটি টাকার গোরু পাচার তদন্তে এই ‘বাহুবলী’ নেতাকে জেরা করছে সিবিআই।

দশদিন কেটেছে প্রথম দফার হেফাজত। এর মাঝে প্রায় ১৭ কোটি কালো টাকার হিসেব ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। এর মাঝে তদন্ত সূত্রে শুক্রবার বোলপুলে অনুব্রতর নামে চলা রাইসমিল থেকে সারি সারি গাড়ি উদ্ধার করা হয়েছে। হুমকি দিয়ে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ এসেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সিবিআই সূত্র বলছে অনুব্রত গোরু পাচার তদন্তে জড়িত বলেই প্রমাণ আসছে। তাকে আরও জেরা করতে হবে।

   

আসানসোলের সিবিআই আদালতে ফের অনুব্রতকে হেফাজতে নিতে আবেদন করবে সিবিআই। আর অনুব্রত মণ্ডলের আইনজীবীরা অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রত মণ্ডলের জামিন চাইবেন।

পুরো আদালত চত্বরে কড়া নিরাপত্তা। জনরোষ সামলাতে নামানো হয়েছে পুলিশ কমব্যাট ফোর্স। আছে বড় অংশের মহিলা পুলিশ কর্মী। কারণ, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছুঁড়েছিলেন এক মহিলা। আর অনুব্রতর কন্যাকে কলকাতার আদালতে এক মহিলা গোরু চোরের মেয়ে বলেন একবারে সামনে এসে।

পরিস্থিতি মাথায় রেখে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন তৈরি। আসানসোল আদালতে কড়া নিরাপত্তা। সূত্রের খবর, বিজেপি ও সিপিআইএম সমর্থকরাও তৈরি অনুব্রতকে দেখামাত্র গোরু চোর গোরু চোর বলতে। যদিও এদিনই অনুব্রত দাবি করেন, তার কোনও বেআইনি সম্পত্তি নেই।