Sunday, December 7, 2025
HomeWest BengalAnubrata Mondal: হাতে এসেছে নতুন তথ্য, জিজ্ঞাসাবাদ হবে কেষ্টর

Anubrata Mondal: হাতে এসেছে নতুন তথ্য, জিজ্ঞাসাবাদ হবে কেষ্টর

- Advertisement -

তিহারে বন্দি অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই। গরু পাচার কাণ্ডের টাকায় বহু কোটি টাকার সম্পত্তি কিনেছেন অনুব্রত। তারই মধ্যে রয়েছে চালকল, পেট্রোল পাম্প, প্রচুর বাস্তুজমি।

গরু পাচার কাণ্ডে অনুব্রতর শুনানি ছিল আসানসোল বিশেষ সিবিআই আদালতে। কিন্তু তখন তিহার জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তাই অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন করতে পারেননি আইনজীবীরা।

   

প্রসঙ্গত, আসানসোল সিবিআই আদালতের বিচারক সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যকে জিজ্ঞেস করেন, নতুন তথ্যের ভিত্তিতে অনুব্রতকে তিহারে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে কিনা? ইতিবাচক ইঙ্গিতই দিয়েছে সিবিআই।

সিবিআই আদালতে জানিয়েছে, বীরভূমে একটি পেট্রল পাম্প অনুব্রতের কন্যা সুকন্যা মণ্ডল এবং তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের নামে রয়েছে। একটি কনস্ট্রাকশন কোম্পানিতে প্রচুর নগদ টাকা জমা পড়েছে। সেই কোম্পানির মালিক অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের শ্যালক।

নতুন একটি চালকলের খোঁজ পেয়েছে সিবিআই। অনুব্রতর চালকলের আর্থিক লেনদেন হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তদন্তকারীদের দাবি, সব মিলিয়ে সে সব জমির মূল্য ৫০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular