HomeBharatPoliticsএবার টালা থানার প্রাক্তন ওসির স্ত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

এবার টালা থানার প্রাক্তন ওসির স্ত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

- Advertisement -

তিলোত্তমার খুন ও ধর্ষণ কাণ্ডে শনিবার রাতেই টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে (Abhijit Mondal)গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই সঙ্গে ফের সন্দীপ ঘোষকেও গ্রেফতার করে সিবিআই৷ ইতিমধ্যেই শিয়ালদহ থানায় অভিজিৎকে জেরা করে চলেছেন সিবিআই৷ রাতভর দফায় দফায় চলছে জেরা৷ সেই সঙ্গে এবার টালা থানার প্রাক্তন ওসির স্ত্রীকেও তলব কেন্দ্রীয় তদন্তকারী সংসস্থার৷

আজ সোমবার তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সোই তালিকায় নাম রয়েছে আইনজীবী শঙ্খজিৎ মিত্রেরও৷ কিন্তু ওসির স্ত্রীকে কেন তলব? সেই বিষয় নিয়ে জানা গিয়েছে,তিলোত্তমার বিষয় নিয়ে টালা থানার ওসি বাড়িতে কিছু জানিয়েছেন কীনা? তাঁকে দেখে স্ত্রী-র সন্দেহজনক কিছু মনে হয়েছে কিনা? পাশাপাশি ওসিকে নানা ধরনের প্রশ্নের উত্তরে অসঙ্গতি মিলেছে৷ তাই স্ত্রীকেও তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷

   

রবিবারই সিবিআই-এর তরফে আইনজীবী আদালতে সওয়াল করেন,“ওসি একজন সন্দেহভাজন। কিন্তু আসল ঘটনা সামনে আনার দায়িত্ব রয়েছে৷ তবে টালা থানার ওসি সেই দায়িত্ব এড়িয়ে গিয়েছেন৷ ”

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular