সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাই কোর্টে সিবিআই! কবে শুনানি?

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে এবার হাই কোর্টে মামলা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী…

state government seeks death penalty for convicted sanjay rai

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে এবার হাই কোর্টে মামলা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আগামী সোমবার হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি৷  (cbi seeks death penalty for sanjay roy)

আমৃত্যু কারাদণ্ড সঞ্জয়কে cbi seeks death penalty for sanjay roy

গত ১৮ জানুয়ারি আরজি কর-কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী প্রমাণ করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। এই নৃশংস ঘটনায় ফাঁসি নয় কেন? বিচারকের পর্যবেক্ষণ, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়৷ তবে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ এবং ১০৩ (১) তিনটি ধারাতেই সঞ্জয়ের অপরাধ প্রমাণিত হয়েছে। তাই তাঁকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়।

   

হাই কোর্টে রাজ্য cbi seeks death penalty for sanjay roy

আদালতের এই রায় অসন্তোষ প্রকাশ করে ইতিমধ্যেই হাই কোর্টে মামলা করেছে রাজ্য সরকার৷ তবে রাজ্যের মামলা করার এক্তিয়ার রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআইয়ের আইনজীবী বলেন, এই মামলার সঙ্গে সরাসরি যুক্ত তিন পক্ষ সিবিআই, দোষী ও নির্যাতিতার পরিবার কেউই হাই কোর্টের দ্বারস্থ হননি৷ তাহলে রাজ্য কীভাবে এই আবেদন করতে পারে? 

তৎপর সিবিআই cbi seeks death penalty for sanjay roy

সঞ্জয়ের ফাঁসি চেয়ে মামলা করার ক্ষেত্রে সিবিআই যে তৎপর, তা বুধবারই বোঝা গিয়েছিল। ওই দিনও তারা আবেদন জানিয়েছিল। শুক্রবার নতুন করে এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় সংস্থা। বিচারপতিরা জানান, আগামী সোমবার রাজ্যের আবেদনের সঙ্গেই সিবিআইয়ের মামলাটি শুনবে আদালত৷ 

আরজি করের এই ঘটনার পরই উঠে আসে হাসপাতালে একাধিক দুর্নীতির খবর৷ সেই অভিযোগে গ্রেফতার করা হয় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে৷ আরজি কর মামলায় টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। কিন্তু সময়ে চার্জশিট দিতে না-পারায় দু’জনেই জামিন পেয়ে যান।

West Bengal: CBI seeks maximum punishment for Sanjay Roy in the rape and murder case of a student doctor. High Court hearing scheduled for Monday before Justices Debangshu Basak and Mohammad Shabbar Rashidi.