Rampurhat Files: বগটুই গণহত্যায় দুই নাবালকের জামিন নিয়ে অস্বস্তিতে সিবিআই

বগটুই গণহত্যা  (Rampurhat) কাণ্ডে দুই নাবালক জামিন নিয়ে অস্বস্তিতে পড়ল এবার সিবিআই। জামিনে ছাড়া পেয়েছে দুই নাবালক। জামিনকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে যায় সিবিআই। শুক্রবার…

Bogtui massacre

short-samachar

বগটুই গণহত্যা  (Rampurhat) কাণ্ডে দুই নাবালক জামিন নিয়ে অস্বস্তিতে পড়ল এবার সিবিআই। জামিনে ছাড়া পেয়েছে দুই নাবালক। জামিনকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে যায় সিবিআই। শুক্রবার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, জামি খারিজ আবেদন তাদের পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।

   

সিবিআই জানিয়েছিল, অভিযুক্ত দুই নাবালককে শুনানির প্রথম দিনই জামিন দিয়ে দেয় নিম্ন আদালত। কলকাতা হাইকোর্ট বলেছে সিবিআই ও মামলাকারী চাইলে যথাযথ বেঞ্চে গিয়ে আবেদন করতে পারে। যেহেতু এই দুই নাবালক মূল মামলার সঙ্গে ‘পার্টি’ বা যুক্ত নয়, তাই তাদের বিষয়ে কিছু নির্দেশ হাইকোর্ট দেবে না। এ নিয়ে যা বলার নিম্ন আদালতেই বলার পরামর্শ দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

কিন্তু ৩০ এপ্রিল দুই নাবালকের জামিন বাতিল করার আর্জি জানানো হয়। কিন্তু সেই আর্জিও খারিজ হয়ে যায় নিম্ন আদালতে। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই।

এমনকি আবেদনকারীরা আদালতে জানায়, নিম্ন আদালত দুই নাবালকের জামিনের কারণ হিসাবে জুভেনাইল প্রসঙ্গে আনেনি। বরং তাদের টোটো চালক বলে ছেড়ে দেওয়া হয়। কেস ডায়েরি নেই, অথচ প্রথম দিনই নিম্ন আদালত তাদের ছেড়ে দিল বলে হাইকোর্টে জানায় সিবিআই।