বীরভূমের বগটুই গণহত্যার (Bogtui massacre) ঘটনায় এবার রামপুরহাট থানার প্রাক্তন আইসি ত্রিদিব প্রামাণিককে এবার জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হল৷ রবিবার ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। একটানা ৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ৫ টা নাগাদ তিনি বের হন।
ঘটনার রাতে পুলিশের ভূমিকা কী ছিল, কেন পুলিশ যেতে দেরি হয়েছিল আরও একবার সবটা খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, পুলিশের সমস্ত তথ্যের পাশাপাশি আজকের বয়ান খতিয়ে দেখা হবে। এরপর ফের তলব করা হতে পারে প্রাক্তন আইসিকে।
গত ২১ মার্চ রামপুরহাটের বড়শালের তৃণমূল কংগ্রেস উপপ্রধান ভাদু শেখের খুনের পরেই বগটুই গ্রামে গণহত্যা ঘটে। ১০ টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিরা। ঘটনায় এখনও অবধি সরকারি হিসেবে ১০ জনের মৃত্যু হয়েছে৷ বেসরকারি হিসেবে ১১-১২ জন মৃত।
এই গণহত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত রামপুরহাট ১ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি আনারুল হোসেন। বগটুই গ্রামে উপস্থিত হয়ে আনারুলকে গ্রেফতারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
অভিযোগ, সেদিন আনারুল যদি পরিবারগুলির কথা শুনে পুলিশকে খবর দিত তাহলে এই ঘটনা ঘটত না। সিট গঠন করে তদন্ত শুরু করার পাশাপাশি আইসি এবং এসডিপিওকে সাসপেন্ড করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার বর্তায় সিবিআইয়ের হাতে৷
এরপর থেকেই ওই রাতে বারবার পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে শুরু করেছনে তদন্তকারী অফিসাররা। এর আগে একাধিকবার প্রাক্তন আইসি রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে তলব করা হয়েছিল। রবিবার এবার তাঁকে কলকাতায় তলব করে সিবিআই।