রামপুরহাটের বগটুই গ্রামে গণ হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতের নাম রিটন শেখ বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রিটনকে বগটুই থেকেই গ্রেফতার করেছে সিবিআই। আর এই নিয়ে রামপুরহাটের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।
সিবিআই সূত্রে খবর, কয়েকদিন ধরেই রিটনের খোঁজ চালানো হচ্ছিল। সিসিটিভির ফুটেজ খতিয়ে রিটনের খোঁজ পায় সিবিআই। পেট্রোল পাম্পের ফুটেজ খতিয়ে দেখে সিবিআই জানতে পারে, পেট্রোল নিয়ে গ্রামে গিয়েছিল ধৃত। দিনভর গ্রামেই গা ঢাকা দিয়ে থাকল রিটন শেখ। এই হত্যার ঘটনার সঙ্গে রিটনের যথেষ্ট হাত রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামের বাসিন্দা স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ কে খুন করা হয়। এর রেশ ধরে সেই গ্রামে গণহত্যা হয়। সরকারি হিসেবে নিহত ৯ জন। বগটুই গ্রামের বাসিন্দারা আগেই জানিয়েছেন, অভিযুক্তরা সবাই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ।