দেশের বিভিন্ন বড় শহরগুলিতে অনেক রাত পর্যন্ত মেট্রো চলাচল করে। সেই তুলনায় কলকাতায় (Kolkata Metro) বেশ কিছুটা আগেই বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। বিভিন্ন উৎসব থেকে আইপিএলের জন্য অবশ্য রাতেও মেট্রো চালানো হয়। তবে তা বছরে মাত্র কয়েকদিনের জন্য। আরও বেশি রাতে শেষ মেট্রো চালানোর দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে আর্জি জানানো হয়েছিল। আদালত মেট্রো কর্তৃপক্ষকে এই বিষয়টি বিবেচনা করার নির্দেশ দিয়েছে।
এদিন হাইকোর্টে পিটিশনার বলেন, দমদম (উত্তর) থেকে দক্ষিণ কলকাতাগামী শেষ ট্রেন ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে, অন্য সব মেট্রো শহরে রাত ১১টায়। শিক্ষার্থী সহ অন্য যাত্রীদের জন্য এই সময় বাড়ানো অত্যন্ত আবশ্যিক। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম জানতে চান, কতটা সময় বৃদ্ধি চান আপনি? এর উত্তরে আবেদনকারী জানান, মাত্র ৪৫ মিনিট। শেষ মেট্রো সাড়ে ১০টায় যাত্রা শুরু করুক। এই আর্জি অত্যন্ত ভালো বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আদালতে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়, এটা হল তাদের নিজস্ব পলিসির বিষয়। এর পাল্টা প্রধান বিচারপতি বলেন, আমরা আপনাকে মেট্রো কীভাবে চালাতে হবে তা বলছি না, তবে কেবল পরামর্শটি বিবেচনা করুন। পিটিশনার বলেন, নির্দিষ্ট দিনে বা বিশেষ উপলক্ষে, তারা সময় বাড়াচ্ছে। এমন নয় যে তাদের সুযোগ-সুবিধা নেই।
Plea in #CalcuttaHighCourt seeks to extend timings of the metro rail in Kolkata.
Petitioner: The last train the leaves from Dum Dum (North) to South Kolkata starts at 9:40pm, when in all other metro cities it is 11pm.
Prayer for extending timings is to make it easier for… pic.twitter.com/t9HZTHqPoX
— Live Law (@LiveLawIndia) May 2, 2024
সবপক্ষের মত শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ঠিক আছে, আমরাশ ওনাদের এই প্রার্থনা বিবেচনা করতে বলব। যেহেতু বিপুল সংখ্যক মানুষ কর্মসূত্রে কলকাতায় যাতায়াত করেন, তাই কর্তৃপক্ষ আবেদনকারীর অনুরোধ বিবেচনা করতে পারে।
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার যাত্রীদের তরফে শেষ মেট্রো সময় পিছোনোর দাবি উঠেছিল। রেল প্রতিমন্ত্রী থাকাকালীন অধীর চৌধুরী এই প্রসঙ্গে বলেন, এখন মেট্রো দু’টি শিফটে চলে। রাত ১১টা পর্যন্ত চালাতে গেলে তা বাড়িয়ে তিনটি শিফট করতে হবে। তা কী ভাবে সম্ভব, দেখা হচ্ছে। দিল্লিতে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলে, কলকাতাতেও না চলার কোনও কারণ নেই।