HomeBharatPoliticsAbhijit Ganguly: 'মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত', অভিজিৎ সম্পর্কে বললেন অরুণাভ

Abhijit Ganguly: ‘মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত’, অভিজিৎ সম্পর্কে বললেন অরুণাভ

- Advertisement -

কলকাতা হাইকোর্টের বিচরপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন বিজেপিতে যোগ দেবেন। কয়েকদিন ধরেই তাঁকে নিয়ে জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় শিলমোহর দিলেন স্বয়ং অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে অনেক প্রশ্ন করা হয়। একে একে সব প্রশ্নের উত্তর দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইনজীবী অরুণাভ ঘোষ সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তিনি অরুণাভ ঘোষকে কাউন্টের মধ্যেই রাখেন না। তাই তাঁর সম্পর্কে কোনও মন্তব্য করবে না তিনি।

   

আইনজীবী অরুণাভ ঘোষ kolkata24x7-কে দেওয়া প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ‘অভিজিৎ গাঙ্গোপাধ্যায়ের কোনও লজ্জাবোধ নেই। গতকাল যিনি বিচারপতি ছিলেন তিনি কী করে আজ বিজেপির সদস্য হয়ে যান! উনি বিচারপতি হিসেবেও ততটা সফল নন। অনেকে ৪৭ বছর বয়েছে বিচারপতি হয়ে যান। অভিজিৎ গাঙ্গোপাধ্যায় বিচারপতি হয়েছেন ৫৬ বছর বয়সে। আমিও দেখব রাজনীতির ময়দানে তিনি কী করতে পারেন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।’

আগামী ৭ মার্চ বিজেপি যোগ দেবেন বলে জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদিও আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হবে কিনা সে বিষয়ে এখন চূড়ান্ত খবর মেলেনি। তবে অবসরের কয়েক মাস আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এমন সিদ্ধান্তে বুঝতে অসুবিধে হয় না যে তিনি লোকসভা ভোটে বিজেপির টিকিট পেতে চলেছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular