Panchayat Election: ভাঙড়ে বোমাবাজির সিসিটিভি ফুটেজ দেখবে আদালত

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন ঘোষণা হওয়ার পর থেকেই শিরোনামে উঠে আসে ভাঙড়। মনোনয়ন পর্বে অশান্তির ছবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আদালতও।

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) দিন ঘোষণা হওয়ার পর থেকেই শিরোনামে উঠে আসে ভাঙড়। মনোনয়ন পর্বে অশান্তির ছবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল আদালতও। বোমাবাজি, গুলি চলার পাশাপাশি মৃত্যু পর্যন্ত ঘটেছিল ভাঙড়ে। এবার সেই সময়ের সব সিসিটিভি ফুটেজ মামলাকারীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। ভাঙড়ে মনোনয়ন জমা দেওয়ার সময় বিরোধীদের বাধা দেওয়ার একাধিক অভিযোগ ওঠে।

Advertisements

উল্লেখ্য, সেই মামলাতেই ভাঙড়ের বিডিও অফিস ও কাশীপুর থানার ভিতর ও বাইরের যাবতীয় সিসিটিভি ফুটেজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। বৃহস্পতিবারই সেই ফুটেজ জমা দিতে বলা হয়েছে। ভাঙড়ের পাশাপাশি ক্যানিং, মিনাখাঁ, বসিরহাটেও মনোনয়ন জমাকে কেন্দ্র করে নানা অভিযোগ ওঠে। সেই মামলায় বুধবার হলফনামা জমা দিয়েছে রাজ্য।

বিজ্ঞাপন

ক্যানিংয়ে এক বিরোধী দলের সমর্থকের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে মামলা হয়েছিল হাইকোর্টে। গত ২৬ জুন আদালত সেই রাজনৈতিক কর্মীকে খুঁজে বের করার নির্দেশ দেয়। আগামী ১৮ জুলাই একসঙ্গে সবকটি মামলার শুনানি হবে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে। মামলাকারীদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর অপর পক্ষে লড়ছেন আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায়।