হিরণের মুখ পুড়িয়ে বড় জয় দেবের! আদালতে ক্লিনচিট তৃণমূল সাংসদের

লোকসভা ভোটের বড় জয় (Dev) পেয়েছিলেন। এবার আদালতের লড়াইয়েও বিরাট জয় পেলেন তৃণমূল সাংসদ দেব (Dev)। নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে দেব যুক্ত, এমনই অভিযোগ তুলে সিবিআই…

dev hiran ghatal 2 হিরণের মুখ পুড়িয়ে বড় জয় দেবের! আদালতে ক্লিনচিট তৃণমূল সাংসদের

লোকসভা ভোটের বড় জয় (Dev) পেয়েছিলেন। এবার আদালতের লড়াইয়েও বিরাট জয় পেলেন তৃণমূল সাংসদ দেব (Dev)। নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে দেব যুক্ত, এমনই অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। কিন্তু আজ, সোমবার আদালত সাফ জানিয়ে দিয়েছে, দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগ ‘সারবত্তাহীন’।

ঘাটালের তৃণমূল সাংসদ তথা টলিউড সুপারস্টার দীপক অধিকারীর (দেব) বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজও করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ। লোকসভা ভোট চলাকালীন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় একটি অডিয়ো ক্লিপ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। তিনি দাবি করেন, ওই কণ্ঠ দেবের।

   

একই সঙ্গে হিরণ অভিযোগ করেন, দেবের এক সহযোগী চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন। অবিলম্বে তাঁর অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি করেন খড়গপুরের বিধায়ক হিরণ। হিরণের শেয়ার করা অডিয়োর ওপর ভিত্তি করে আদালতে মামলা দায়ের করেন বাপ্পাদিত্য ঘোষ নামে জনৈক এক ব্যক্তি। সিবিআই তদন্তের দাবি জানান তিনি।

‘ব্যবস্থা করতে হবে…’, মোদীর মন্ত্রীকে কড়া ‘ধমক’ মমতার

গোটা বিষয়টিকে শুরুতে হালকা ভাবে নিয়েছিলেন দেব। কিন্তু পরে দেব সাংবাদিকদের বলেন, অনেক সহ্য করেছি আর নয়। শেষ দু-তিন মাস ধরে হিরণ অনেক কিছুই করছে। আমায় নিয়ে যে ফেক অডিও হিরণ বার করেছে তার বিরুদ্ধে আমি এফআইআর করেছি। আমি চাইছিলাম না ও আমায় বাধ্য করেছে এফআইআর দায়ের করতে। 

দেবের পদক্ষেপ ঘোষণার পরই হিরণ বলেছেন, আমিও এটাই বলছিলাম যে আপনি এফআইআর করুন। তদন্তে আমরা পূর্ণ সহযোগিতা করব। কোর্টে গেলে যেমন কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছে, তেমনই আপনার গলার স্বরও পরীক্ষা করা হলেই জানা যাবে আপনি চাকরি চুরির কত বড় চক্রের সঙ্গে জড়িত। তাই এফআইআর করায় আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি।

চোপড়াকাণ্ডে নয়া মোড়, জেসিবির বদলে নির্যাতিতার এফআইআর সেলিম-মালব্যর বিরুদ্ধে!

এদিকে আদালত এই মামলার প্রেক্ষিতে দ্রুত সিবিআইয়ের জবাব তলব করে। এমনকী চাইলে কেন্দ্রীয় সংস্থাটি সংক্ষিপ্ত রিপোর্ট দিতে বলে জানিয়ে দেন বিচারপতি অমৃতা সিংহ। আদালতের এই মন্তব্যের প্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবী রিপোর্ট জমা দেন। তিনি আদালতে জানান, দেবের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল, তার ভিত্তিহীন। এর পরই বিচারপতি মামলাটি খারিজ করে দেন।