রাজ্যে আর থাকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী, জানাল আদালত

পশ্চিমবঙ্গের মাটিতে আর থাকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে রাজ্যেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্যকেও কড়া বার্তা দিল আদালত।…

lok-sabha-election-allegation-of-sleeping-even-after-the-polling-started-dumdum-panihati

পশ্চিমবঙ্গের মাটিতে আর থাকতে পারবে না কেন্দ্রীয় বাহিনী। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে রাজ্যেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য রাজ্যকেও কড়া বার্তা দিল আদালত। কিন্তু এরপরও ভোট পরবর্তী অশান্তির কোনও ঘটনা সামনে এলে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পুনরায় মোতায়েন করা নিয়ে সিদ্বান্ত নিতে পারবে কেন্দ্র। তবে রাজ্য প্রশাসন অশান্তি রুখতে কি কি ব্যবস্থা নিতে চলেছে, আগামী দু-সপ্তাহের মধ্যে আদালতকে তা জানাতে হবে।

ভোট পরবর্তী অশান্তি রুখতে গত ১৯ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার কথা ছিল। কিন্তু রাজ্যের বিরোধী দল ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় বাহিনী থাকার পক্ষে জোরদার সওয়াল করেছিল। তার প্রেক্ষিতেই ২৬ জুন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়িয়েছিল আদালত। এবার সেই মেয়াদ পূর্ণ হয়ে গেল। বিগত কয়েকদিন ধরে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছে রাজ্যের শাসকদল। বিভিন্ন স্কুলে কেন্দ্র বাহিনী থাকার ফলে সেখানে পঠনপাঠন ক্ষতিগ্রস্থ হচ্ছে, এমন অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

   

আবার, ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজভবনে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর মেয়াদ বাড়ানোর আর্জিও করেছিলেন। সেই মতো আদালতেরও দ্বারস্থ হন তিনি। চেয়েছিলেন আগামী পুজো পর্যন্ত যেন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন রাখা হয়। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল আদালত।

Advertisements

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News