মুখ্যসচিবকে নিয়ে মুখ পুড়ল মমতার সরকারের

এবার রাজ্যের মুখ্যসচিবকে নিয়ে মুখ পুড়ল মমতার সরকারের। কী হয়েছে? দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার একটি মামলায় রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়।

শুক্রবার আদালত প্রশ্ন তোলে, ‘আদালতের নির্দেশ কেন মানা হয়নি? ২০ মে-র মধ্যে তা জানাবেন মুখ্যসচিব।’ দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন স্কিম চালুর আবেদনে মামলা দায়ের হয়েছিল আদালতে। এরপর ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মুখ্যসচিবকে পরিবহণ ও অর্থ সচিবের সঙ্গে আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয়েছিল।

   

উল্লেখ্য, ২০২১ সালে কেন্দ্রের সঙ্গে বিপুল সংঘাতের পর আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় স্থলাভিষিক্ত হন দ্বিবেদী। তার আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন। সেইসময়ে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়। 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন