শালবনী ইস্পাত কারখানা নিয়ে জারি জট জটিলতা, আদালতের কাঠগড়ায় সৌরভ গাঙ্গুলি?

Calcutta High Court

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাদ্রিদ সফরে গিয়ে বাংলায় শিল্প বিনিয়োগের কথা ঘোষণা করেন সৌরভ গাঙ্গুলি। আর তারপর থেকেই রাজ্যের শিল্প মহল থেকে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে। পূর্ব মেদিনীপুরের শালবনীতে জিন্দলদের ছেড়ে আসা জমিতে নতুন ইস্পাত কারখানা গড়ার ইচ্ছাপ্রকাশ করেন প্রাক্তণ ভারত অধিনায়ক। তারপরই মাত্র এক টাকায় জমি হস্তান্তর করে রাজ্য প্রশাসন।

Advertisements

আর এই নিয়েই বিতর্কের সূত্রপাত। এই ইস্যুতেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি ছিল বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চে। শালবনী জমি মামলায় চিটফান্ড সংক্রান্ত মামলাও জড়িত রয়েছে। আর সেই বিষয়েও মামলার শুনানি চলছে আদালতে।

অতীতে, চিটফান্ড কেলেঙ্কারি মামলায় সেই সময় অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছিল হাই কোর্ট। এর পর আমানতকারীদের টাকা ফেরানোর উদ্দেশ্যে রাজ্যও প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির তালিকায় ছিল পশ্চিম মেদিনীপুরের এই ৭৫০ একর জমিও। কিন্তু সেটির এখনও পর্যন্ত কোনও নিষ্পত্তি হয়নি। আমানতকারীদের সকলে এখনও টাকা ফেরত পাননি।

Advertisements

এরই মধ্যে ওই জমিতেই কারখানা বানানোর জন্য সৌরভকে এক টাকার বিনিময়ে সেখান থেকে ৩৫০ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগেই কেন প্রয়াগ গোষ্ঠীর বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি আবার অন্যকে দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন এসকে মাসুদ নামে এক আমানতকারী। এবার সেই মামলাতে প্রাক্তণ ভারত অধিনায়ককে কাঠগড়ায় তোলা হবে কিনা সেটাই দেখার।