HomeWest Bengalপ্রচুর সরকারি চাকরির নিয়োগ বাংলায়, আবেদন করুন এই উপায়ে

প্রচুর সরকারি চাকরির নিয়োগ বাংলায়, আবেদন করুন এই উপায়ে

- Advertisement -

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে দারুণ এক সুখবর৷ গ্র্যাজুয়েট হলেই মিলতে পারে সরকারি চাকরি৷ মন্ত্রিপরিষদ (Cabinet Secretariat Recruitment 2024) সচিবালয় সম্প্রতি শূন্যপদে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে।

একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,মন্ত্রিপরিষদের সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসার পদে মোট ১৬০টি শূন্যপদে নিয়োগ করা হবে।

   

বেতন

প্রতি মাসে ৯০ হাজার৷ পোস্টিং দেওয়া হবে পশ্চিমবঙ্গে।

শিক্ষাগত যোগ্যতা

মন্ত্রিপরিষদ সচিবালয়ে ডেপুটি ফিল্ড অফিসারের চাকরিতে আবেদন করতে পারবেন, বিটেক, মাস্টার ডিগ্রি ও স্নাতক ডিগ্রি থাকা প্রার্থীরা।বয়স

বয়সসীমা
৩০ বছরের মধ্যে।

আবেদনের পদ্ধতি

প্রথমে মন্ত্রিপরিষদ সচিবালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোম পেজে কেরিয়ার অপশন ক্লিক করুন।

- Advertisement -
Suparna Parui
Suparna Paruihttps://kolkata24x7.in/author/suparna-parui
হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular