হিন্দমোটর: পদ্মশ্রী প্রাপ্ত প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়িতে ফের বড় ধরণের চুরির ঘটনা ঘটল। জানা গিয়েছে, ওই বাড়িতে বুলারা স্থায়ীভাবে থাকেন না, মাঝে মাঝে আসেন। বৃহস্পতিবার রাতে ওই বাড়ির পিছনের দরজা ভেঙে ঘরে ঢোকে দুষ্কৃতীরা।
খোয়া গিয়েছে বহু পুরস্কার-মেডেল
চুরির তালিকায় রয়েছে বুলা চৌধুরীর বহু পুরস্কার, মেডেল ও মূল্যবান স্মারক। ভাঙচুর করা হয়েছে বাড়ির একাধিক ঘর। পরিবারের অভিযোগ অনুযায়ী, পুরস্কারগুলির মধ্যে রয়েছে তাঁর দীর্ঘ ক্রীড়া জীবনের আন্তর্জাতিক ও জাতীয় সাফল্যের প্রতীক, যা অর্থমূল্যের পাশাপাশি গভীর আবেগেরও বহনকারী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেও ওই বাড়িতে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। তবে সেসময়ও পুলিশ পুরোপুরি কিনারা করতে পারেনি। এবারও একইভাবে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার।
বুলার ভাই যা জানালেন–Burglary at Bula Chowdhury’s House
সপরিবারে বুলা কলকাতায় থাকায় থাকায় উত্তরপাড়ার এই বাড়িটা ফাঁকাই থাকে। বাড়ি দেখাশোনার দায়িত্ব সামলান বুলার ভাই মিলন চৌধুরী। মিলন জানান, সামনেই পুজো৷ তার আগে বাড়ি পরিষ্কার করার কথা বলেছিলেন বুলা। ছুটির দিন দেখে সেই কাজ করতেই তিনি উত্তরপাড়ার বাড়িতে যান। ভিতরে ঢুকেই দেখতে পান, পিছনের গেট ভাঙা। এরপর চোখে পড়ে— বুলা চৌধুরীর জেতা একাধিক মেডেল ও স্মারক উধাও। চুরি হয়েছে বাথরুমের কল, এমনকি ঠাকুরঘরের জিনিসও। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি উত্তরপাড়া থানায় জানান।
বুলার আক্ষেপ
বুলার আক্ষেপ—“মেডেল কেন নিচ্ছে? ওগুলো বিক্রি করে কোনও দাম পাওয়া যাবে না। ওগুলো আমার জীবনের সম্পদ, কেরিয়ারের অর্জন। বাড়ি ফাঁকা থাকে বলেই বারবার টার্গেট করা হচ্ছে।” তবে স্বস্তির খবর, পদ্মশ্রী পুরস্কারটি তাঁর কলকাতার ফ্ল্যাটে থাকায় চুরি হয়নি।
এই দেবাইপুকুরেই সাঁতারের হাতেখড়ি হয়েছিল বুলার, সেখান থেকেই শুরু তাঁর উজ্জ্বল কেরিয়ার। কিন্তু এখন সেই স্মৃতিবিজড়িত আদি বাড়ি বারবার চোরের নিশানায়, যা নিয়ে ক্ষোভ ও হতাশা স্পষ্ট পদ্মশ্রী জয়ীর কণ্ঠে।
Sports News: Padma Shri swimmer Bula Chowdhury’s home in Hindmotor was robbed again, with thieves stealing numerous awards, medals, and mementos. This is the second such incident at the property, raising concerns about security and the loss of her valuable memorabilia.