বাংলায় বুলডোজার চালিয়ে শিশুদের স্কুল ভাঙল রেল কর্তৃপক্ষ

Railway authorities demolished a school with a bulldozer

সম্প্রতি দিল্লির জাহাঙ্গীরপুরী ও শাহিনবাগে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান বারবার বিতর্ক তৈরি করেছে। এবার সেই বুলডোজার (bulldozer) চলল বাংলাতে।

Advertisements

পশ্চিম বর্ধমানের আসানসোলে রেলের জমিতে ছিল শিশুদের একটি বেসরকারি বিদ্যালয়। সেই বিদ্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল রেল কর্তৃপক্ষ। কোনও বিকল্প সুযোগ না দিয়েই একেবারে দিল্লির ধাঁচেই বুলডোজার চালিয়ে বিদ্যালয় গুঁড়িয়ে দেওয়া ঘিরে বিতর্ক তুঙ্গে।

রেলের জমিতে বিবেকানন্দ স্কুলটিতে বহু ছাত্রছাত্রী পড়োশোনা করে। বুধবার সকাল থেকে তাদের মাথায় হাত। এরপর কোথায় গিয়ে তারা পাঠ নেবে। কারণ মঙ্গলবার বেশি রাতে আসানসোল সিটি বাস স্ট্যান্ড লাগোয়া এই বিবেকানন্দ স্কুল গুঁড়িয়ে দিয়েছে রেল প্রশাসন।

Advertisements

সম্প্রতি স্কুলে থাকা বেঞ্চ–সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত পর্যন্ত করে নিয়ে যায় রেল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বেশি রাতে বুলডোজার চালিয়ে সব গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযোগ, রেল কর্তৃপক্ষ গরমের ছুটির সুযোগ নিয়েই এই কাজ করেছে।

তবে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসানসোল রেল ডিভিশনের নানা জায়গায় অবৈধ দখলদার সরানো হচ্ছে। ওই বিদ্যালয় কর্তপক্ষকে নোটিশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময় দেওয়ার পর ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।