
রীতি মেনেই ১ ফেব্রুয়ারিতেই পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট (Budget 2026) । চলতি বছরে ১ ফেব্রুয়ারি রবিবার পড়ায় প্রথমে জল্পনা তৈরি হয়েছিল, ওই দিনই বাজেট পেশ করা হবে নাকি একদিন পিছিয়ে ২ ফেব্রুয়ারি সংসদে বাজেট উপস্থাপন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট ইঙ্গিত মিলেছে—নির্ধারিত দিনেই, অর্থাৎ ১ ফেব্রুয়ারিতেই সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট।
বুধবার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সংসদীয় বিষয়ক ক্যাবিনেট কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই আসন্ন বাজেট অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, বাজেট পেশের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হচ্ছে না। রীতি মেনেই ফেব্রুয়ারির প্রথম দিনেই বাজেট পেশ করা হবে, যদিও দিনটি পড়ছে রবিবারে। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারির শেষের বদলে ১ ফেব্রুয়ারিতেই বাজেট পেশের রীতি চালু করে। এর মূল উদ্দেশ্য ছিল নতুন অর্থবছর শুরুর আগেই বাজেট (Budget 2026) পাশ করিয়ে নেওয়া, যাতে সরকারি প্রকল্প ও ব্যয়ের কাজকর্মে কোনও বিলম্ব না হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও দিন পরিবর্তনের পথে হাঁটছে না কেন্দ্র।
রবিবার সংসদ অধিবেশন বসা নিয়ে এর আগেও একাধিকবার নজির রয়েছে। গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয় হলে সপ্তাহান্তেও সংসদের অধিবেশন ডাকার রেওয়াজ রয়েছে। ফলে রবিবার বাজেট পেশ হওয়া প্রশাসনিক দিক থেকে কোনও বড় সমস্যা নয় বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। সংসদের উভয় কক্ষের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।বাজেট অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলেও বাড়ছে তৎপরতা। সরকার পক্ষের পাশাপাশি বিরোধী দলগুলিও বাজেটের বিভিন্ন দিক নিয়ে নিজেদের কৌশল সাজাতে শুরু করেছে। মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, মধ্যবিত্তের করছাড়, কৃষি ও গ্রামীণ উন্নয়ন—এই সব বিষয় এবার বাজেটে কতটা গুরুত্ব পায়, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশবাসী।
বিশেষ করে আসন্ন লোকসভা নির্বাচনের আবহে এই বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের স্বস্তি দিতে কোনও বড় ঘোষণা করা হয় কি না, সেদিকেও নজর থাকবে। অর্থনৈতিক বৃদ্ধির গতি বজায় রাখা, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর মতো বিষয়গুলি বাজেটের মূল ফোকাস হতে পারে বলে ধারণা অর্থনৈতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে, রবিবার বাজেট পেশ হওয়ায় আর্থিক বাজারে তার প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে। শেয়ার বাজার বন্ধ থাকলেও বাজেট ঘোষণার প্রভাব পরবর্তী কর্মদিবসে স্পষ্টভাবে দেখা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। বিনিয়োগকারী মহল তাই বাজেটের প্রতিটি ঘোষণার দিকে বাড়তি নজর রাখছে।








