গত কয়েকবছর ধরেই শারীরিক অসুস্থতার কারণে পাম অ্যাভিনিউতে ঘরবন্দি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সক্রিয় রাজনীতি থেকে বহু দূরে বুদ্ধদেব ভট্টাচার্য। তবে, আশিতিপর বুদ্ধবাবুর স্বচ্ছ্ব ভাবমূর্তিকে পুঁজি করে এবারও ভোট ময়দানে সিপিআইএম। ইতিমধ্যেই এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর ভোটের ভাষণ সামনে এনেছে আলিমুদ্দীন স্ট্রিট। এ সবের মধ্যেই বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম। তারপরই আশীর্বাদ নিতে তিনি যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে।
সায়রা এসেছেন শুনেই নিজের মত করে তৎপর হন বুদ্ধদেব ভট্টাচার্য। বাম প্রার্থীকে কী বললেন তিনি? সায়রা হালিম বলেন, ‘আগের চেয়ে উনি কিছুটা সুস্থ। আমাকে বললেন সায়রা এই লড়াই জিততে হবে। ওনার কাছ থেকে এই ভরসাটা নিতেই এসেছিলাম। বলেছেন এই কঠিন লড়াই লড়তে হবে। মানুষকে ভরসা দিতে হবে, যে সিপিএম লড়তে পারে, জিততে পারে।’
সায়রার অবশ্য ভোটে কঠিন লড়াইয়ের অভিজ্ঞতা আগেও আছে। ২০২২ সালে বালিগঞ্জ উপনির্বাচনে বাম মনোনীত সিপিএম প্রার্থী ছিলেন তিনি। দলের ভোট বাড়লেও সেই নির্বাচনে বাবুল সুপ্রিয়র কাছে পরাজিত হয়েছিলেন তিনি।
তার আগে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে স্বামী ফুয়াদ হালিম বালিগঞ্জের সিপিআইএম প্রার্থী হলে সায়রা প্রচারে অংশ নিয়েছিলেন।