Monday, December 8, 2025
HomeTop StoriesBSF: গোপনে ভারতে ঢুকে গ্রেফতার বাংলাদেশি পুলিশ অফিসার, পশ্চিমবঙ্গে শ্বশুরবাড়ি!

BSF: গোপনে ভারতে ঢুকে গ্রেফতার বাংলাদেশি পুলিশ অফিসার, পশ্চিমবঙ্গে শ্বশুরবাড়ি!

- Advertisement -

অবৈধ উপায়ে সীমান্ত পার করে  ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশ পুলিশের  এক কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে(BSF)বিএসএফ। পরে পরে ওই বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। (BSF reports Bangladeshi police officer secretly entered India and was arrested)

   

 জানা গেছে, ধৃতের নাম নাজমুল সর্দার। তার বাড়ি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরায়। এই অঞ্চলটিি উত্তর ২৪ পরগনার লাগোয়া।

নাজমুল ভারতে বিয়ে করেছেন। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে থাকছিলেন। তিনি বাংলাদেশ পুলিশের একজন পদস্থ কর্মী।

জানানো হয়েছে,শনিবার সন্ধ্যার সময় উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত। সীমান্তের একটি কাঁটাতারবিহীন অংশ দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েন তিনি। 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular