নদিয়া: প্রজাতন্ত্র দিবসের আগে ভারত-বাংলাদেশ সীমান্তে মাটির তলা থেকে বাঙ্কার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ শনিবার নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকার মাজদিয়ার সুধীররঞ্জন লাহিড়ি কলেজের কাছে প্রথমে দুটি বাঙ্কারের খোঁজ মেলে৷ এর পরেই প্রায় দুই বিঘা জমি ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি৷ সেই অভিযানেই খোঁজ মেলে আরও দুটি বাঙ্কারের৷ অর্থাৎ মাটির তলায় লুকানো ছিল চার-চারটি বাঙ্কার। এই বাঙ্কারগুলি থেকে উদ্ধার হয়েছে প্রায় দেড় কোটি টাকার নিষিদ্ধ কাশির সিরাপ। প্রাথমিক ভাবে বিএসএফ-এর অনুমান, বাংলাদেশে পাচারের লক্ষ্যেই এই বিপুল পরিমাণ কাশির সিরাপ মজুত করা হয়েছিল বাঙ্কারগুলিতে। (bsf found four bunkers in nadia)
শুক্রবার থেকে চলছে অভিযান bsf found four bunkers in nadia
শুক্রবার থেকেই শুরু হয়েছিল এই অভিযান। শনিবার বিকেলে অভিযান শেষ হয়৷ চারটি বাঙ্কার থেকে ৬২,২০০টি নিষিদ্ধ কাশির সিরাপের বোতল উদ্ধার করে সীমান্ত রক্ষী বাহিনী। যার আনুমানিক বাজারমূল্য দেড় কোটি টাকার কাছাকাছি।
কী ভাবে মিলল হদিশ? bsf found four bunkers in nadia
একটি সূত্র মারফত বিএসএফ-এর ৩২ নম্বর ব্যাটেলিয়ন জানতে পারে রানাঘাট পুলিশ জেলার মাজদিয়া থানা এলাকার নাগাটা সীমান্তে প্রচুর পরিমাণে ফেনসিডিল মজুত করা হয়েছে। সেই খবর পেয়েই কৃষ্ণগঞ্জের মাজদিয়া সুধারঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের অদূরে একটি আমবাগানে হানা দেয় টঙ্গী বর্ডার আউটপোস্টের কর্মীরা। শুক্রবার বেলা পৌনে ৩টে নাগাদ আমবাগান ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি৷ স্থানীয় থানাতেও বিষয়টি জানানো হয়৷ পুলিশও বিএসএফ-এর সঙ্গে তল্লাশি অভিযানে যোগ দেয়৷ আমবাগান দেখভালের জন্য বাগানের মধ্যেই একটি কুঁড়েঘর বানানো হয়েছিল৷ সেই ঘরের নীচেই ছিল বাঙ্কার৷ মাটি খুঁড়ে ভূগর্ভস্থ ‘স্টোরেজ’ খুঁজে বার করে সীমান্ত রক্ষী বাহিনী। তার পাশেই ছিল একটি আমগাছ৷ সেই গাছের পাশে মাটি খুঁড়তেই বাঙ্কারের হদিশ মেলে। এই জমিতে বিস্ফোরক লুকিয়ে রয়েছে কিনা জানতে ডাকা হয় বম্ব স্কোয়াড৷ শনিবার সকালে খোঁজ মেলে আরও দু’টি বাঙ্কারের৷
West Bengal: BSF discovers underground bunkers near Bangladesh border in Nadia. Large quantity of banned cough syrup seized. Metal detector search ongoing. Incident causes local commotion. 1.5 crores worth of syrup recovered.