মিলন পণ্ডা, খেজুরি: প্রেমের সম্পর্ক। সম্পর্কে ফাটলের জেরে প্রেমিকার আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার হল প্রাক্তন প্রেমিক (Boyfriend Arrested)। সুবিচারের আশায় প্রেমিকা কাঁথি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তারপরেই বেপাত্তা হয়ে যায় অভিযুক্ত প্রতারক প্রেমিক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত প্রেমিক শেখ আতিবুলকে গ্রেফতার করে। তার বাড়ি খেজুরি থানায় কামারদা ঘোলাবাড়ে বাসিন্দা। মঙ্গলবার ধৃতকে কাঁথি আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক নাবালিকার সঙ্গে মিসকলে আলাপ হয় খেজুরি ঘোলাবাড়ে বাসিন্দা শেখ আতিবুল। এরপর দুজনের মধ্যে প্রেম সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক অনেকটাই গভীর হয়। নাবালিকার প্রেমিকার অনেক আপত্তিকর ছবি মোবাইলে তুলে রাখে প্রেমিক শেখ আতিবুল বলে অভিযোগ।
এরপর দুজনের মধ্যে সেই সম্পর্ক ভেঙে যায়। অভিমানে প্রেমিক সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রেমিকার আপত্তিকর ছবি ভাইরাল করে দেয়। বাধ্য হয়ে প্রেমিকা সুবিচারে আশায় গত ১৯ জুলাই কাঁথি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পেয়ে তদন্তে নামে কাঁথি মহিলা থানার পুলিশ। অভিযোগ দায়ের হওয়ার পরই বাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে যায় প্রেমিক শেখ আতিবুল। অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করে কাঁথি মহিলা থানার পুলিশ আধিকারিকেরা।
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হেঁড়িয়া থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। অভিযুক্ত শেখ আতিকুলের বিরুদ্ধে পক্সো ও একাধিক ধারায় মামলা রুজু করেছে। কাঁথি মহিলা থানায় এক পুলিশ আধিকারিক বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷”