বনগাঁয় মধুচক্রের অভিযোগে চাঞ্চল্য, পুলিশের সামনেই ধৃতদের মারধর

বারাসত, ৭ অক্টোবর ২০২৫: উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায় সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনগাঁ-বাগদা সড়কের ধারে একটি…

Chaos in Bongaon as locals caught women and youths in alleged sex racket. Police faced mob attack while rescuing the accused. Investigation underway.

বারাসত, ৭ অক্টোবর ২০২৫: উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায় সোমবার দুপুরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনগাঁ-বাগদা সড়কের ধারে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানো হচ্ছিল। এদিন ওই বাড়ি থেকে কয়েকজন মহিলা ও যুবককে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন স্থানীয়রা এবং তাঁদের ঘরের ভেতর আটকে রাখেন।

Advertisements

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। কিন্তু পুলিশ যখন আটক ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখনই উত্তেজিত জনতা তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি মারধর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। পরে নিরাপত্তার ব্যবস্থা করে ধৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।

   

স্থানীয়দের অভিযোগ

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই বাড়িতে বহুদিন ধরে এই ধরনের অনৈতিক কাজ চলছিল। এ বিষয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের দাবি। এক বাসিন্দার কথায়, “দিনের পর দিন এখানে মধুচক্র চলছিল। আমরা বারবার জানিয়েছি, কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। আজ তাই নিজে হাতেই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।”

পুলিশের বক্তব্য

পুলিশ সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। বনগাঁ থানার এক আধিকারিক বলেন, “কয়েকজনকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পরিস্থিতি উত্তপ্ত

ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা একত্রিত হয়ে দাবি তুলেছেন, প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে। এদিকে, পুলিশের সামনেই ধৃতদের মারধর করার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

এই ঘটনায় একদিকে যেমন স্থানীয়রা প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, অন্যদিকে পুলিশের সামনে জনতার আইন হাতে তুলে নেওয়ার বিষয়টিও বিতর্ক সৃষ্টি করেছে। বর্তমানে গোটা এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।