বনগাঁয় স্টোনচিপস স্তূপে বিস্ফোরণ, আহত ২, তদন্ত চলছে

Bongaon Stonechips blast

বনগাঁর (Bongaon) খরুয়া রাজপুর হাই স্কুলের কাছে স্কুলের বাইরে রাস্তায় পড়ে থাকা পাথরের স্তূপে (Stonechips) ঘটে বিস্ফোরণ (blast)। শুক্রবার দুপুরের এই ঘটনাটি স্কুলের পড়ুয়াদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণে আহত দুই পঞ্চম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার খরুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায়।

Advertisements

স্কুল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে স্কুলে টিফিনের সময় পঞ্চম শ্রেণির দুই ছাত্র শিবা রায় ও সায়ন চক্রবর্তী টিফিন বিরতির পর মাছ ধরার জন্য স্কুল থেকে বাইরে বেরিয়েছিল। স্কুলের সামনে রাস্তায় পড়ে থাকা পাথরের স্তূপের মধ্যে একটি সাদা রঙের বস্তু দেখতে পায় তারা। সেটি সন্দেহজনক মনে হলে তারা হাতে নিয়ে দেখার চেষ্টা করে। কিছু সময় পরে, এক বিকট বিস্ফোরণ ঘটে, যার জেরে শিবা রায়ের হাতে গুরুতর আঘাত লাগে। তার দুটি আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। সায়ন চক্রবর্তীও আহত হয়।

বিস্ফোরণের পরই স্কুল কর্তৃপক্ষ আহত দুই ছাত্রকে দ্রুত হাসপাতালে পাঠায়। চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্কুলের প্রধান শিক্ষক শংকর সরকার জানান, “আজ দুপুরে আচমকাই একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনি। স্কুলের সামনে রাস্তা তৈরির কাজ চলছে, সেখানে পাথর ফেলা হয়েছিল। সম্ভবত ওই পাথরের মধ্যে কোনো বিস্ফোরক ছিল, যার ফলে বিস্ফোরণ ঘটে।”

Advertisements

স্থানীয় বাসিন্দা ও আহত ছাত্র সায়ন চক্রবর্তী’র এক আত্মীয় জানান, “রাস্তা সারাইয়ের জন্য এলাকার পাথর ফেলা হয়েছে। ওই পাথর থেকেই বিস্ফোরণ ঘটে। পাথরগুলো আজকেই ফেলা হয়েছিল। আমাদের মনে হচ্ছে, পাথরগুলো ভালো করে পরীক্ষা করা উচিত।”

এখন প্রশ্ন উঠছে, ওই সাদা বস্তু কী ছিল এবং এটি থেকে বিস্ফোরণ ঘটল কেন? কীভাবে এটি পাথরের স্তূপের মধ্যে আসল? পুলিশ এখন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করছে।